এখন পড়ছেন
হোম > জাতীয় > মহাজোটে ধাক্কা খেতেই পাল্টা পরিকল্পনা রাহুল- শিবিরের, ভোটভাগের অংকে সুবিধা গেরুয়া শিবিরের

মহাজোটে ধাক্কা খেতেই পাল্টা পরিকল্পনা রাহুল- শিবিরের, ভোটভাগের অংকে সুবিধা গেরুয়া শিবিরের


2019 সালে কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতে সমস্ত বিজেপি বিরোধীদলকে নিয়ে তৈরি হয়েছে বিরোধী মহাজোট। যেখানে কংগ্রেস, তৃনমূল সহ অন্যান্য উত্তরপ্রদেশের সমাজবাদী, বহুজন সমাজবাদী পার্টির নেতারাও এক ছাতার তলায় এসেছিলেন। কিন্তু এবার হঠাৎই সেই বিরোধী মহাজোটে ফাটলের সুর আরও স্পষ্ট হয়ে উঠল।

প্রসঙ্গত উল্লেখ্য, এই বিরোধী জোট কেন্দ্রের বর্তমান মোদি সরকারের ঘুম কিছুটা হলেও উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু কথায় আছে, ভারতবর্ষের ক্ষমতা সেই রাজনৈতিক দলই দখল করে যে রাজনৈতিক দলের দখলে থাকে গোবলয় উত্তরপ্রদেশ। আর তাই 2019 এ কেন্দ্রের মসনদ থেকে বিজেপিকে সরাতে সেই উত্তরপ্রদেশের দুই রাজনৈতিক দল অখিলেশ সিং যাদবের সমাজবাদী পার্টি এবং মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টিকে বিরোধী মহাজোটের ছাতার তলায় আনার চেষ্টা হয়েছিল।

কিন্তু এবারে সেই বিরোধী মহাজোট তথা কংগ্রেসকে ধাক্কা দিয়ে উত্তরপ্রদেশের এই সপা এবং বসপা দুই রাজনৈতিক দলই বিরোধী মহাজোটে আর তারা থাকবেন না বলে জানিয়ে দিলেন। সূত্রের খবর, এদিন সাংবাদিক বৈঠক করে অখিলেশ সিং যাদব এবং মায়াবতী বলেন যে, “কংগ্রেসের সাথে জোট করে কোনো লাভ হয়না।”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর উত্তরপ্রদেশের দুই নির্নায়ক দলের দুই প্রধানের ঘোষনায় তৈরি হল তীব্র জল্পনা। তবে অখিলেশ যাদব এবং মায়াবতীর এই বিরোধী মহাজোট থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাকে খুব একটা পাত্তা দিতে নারাজ হাত শিবির। তাঁদের দাবি, 2009 সালে কংগ্রেস এই উত্তরপ্রদেশ থেকে 21 টি আসন পেয়েছিল। তাই আগামী নির্বাচনেও রাহুল গান্ধীর নেতৃত্বে এই উত্তরপ্রদেশে তাঁরা ভালো ফল করবে। এছাড়াও প্রকাশ্যে এই সমাজবাদী এবং বহু জন সমাজবাদী পার্টির সাথে তাঁদের জোট না থাকলেও নির্বাচনের সময় তাঁরা বিজেপি বিরোধীতায় এই মহাজোটে সামিল হবেন বলে আশাবাদী কংগ্রেস নেতারা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বিরোধী মহাজোটে সপা এবং বসপা বিরোধী মহাজোটে গেলে উত্তরপ্রদেশের ভোটব্যাঙ্ক দুভাগে ভাগ হয়ে যেতে পারে। আর এই ভোটব্যাঙ্ক ভাগ হলে আখেরে সুবিধা হতে পারে বিজেপিরই। তাই সেদিক থেকে নিজেদের দিকটা বজায় রাখতে বিরোধী মহাজোটে সামিল না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই উত্তরপ্রদেশের “বুয়া-বাবুয়া”।

তবে এই সপা এবং বসপা মহাজোটে না থাকলে তাঁদের কোনো অসুবিধে হবে না বলে কংগ্রেস জানালেও উত্তরপ্রদেশের 80 টি লোকসভা আসনের মধ্যে তারা সব আসনে প্রার্থী দিতে পারবে না বলেও জানা গেছে। সব মিলিয়ে বিরোধী মহাজোট থেকে উত্তরপ্রদেশের দুই শক্তি সপা এবং বসপার বেরিয়ে যাওয়ার ঘোষনায় আগামী লোকসভা ভোটে কি হবে গোবলয়ের সমীকরন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!