এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নজিরবিহীন ভাবে তৃণমূলের হয়ে প্রচারের কাজে এবার শিক্ষার্থীরা, বিস্মিত রাজনীতি মহল

নজিরবিহীন ভাবে তৃণমূলের হয়ে প্রচারের কাজে এবার শিক্ষার্থীরা, বিস্মিত রাজনীতি মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূলের হয়ে প্রচারের কাজে নামতে দেখা গেল স্কুলের ছাত্র-ছাত্রীদের। গতকাল রবিবার উত্তর ২৪ পরগনা জেলার পানপুর মাখনলাল স্কুলের সামনে থেকে শুরু করে ভাটপাড়া পুরসভার ৩৪,৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ধরে তৃণমূলের হয়ে প্রচারে নামলো স্কুলের ছাত্র-ছাত্রীরা। যে ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে বিজেপি।

গতকাল উত্তর 24 পরগনার পানপুরে মুখ্যমন্ত্রীর কাট আউট নিয়ে, বক্স বাজিয়ে প্রচারের কাজে নামল একাধিক শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ সবুজ সাথীর সাইকেল পেয়েছিল, কেউ পেয়েছিল কন্যাশ্রীর টাকা, কেউ পেয়েছে মোবাইল, কেউ বা ট্যাব। তাদের কাট আউটে লেখা ছিল, “আমরা সাইকেল পেয়েছি”, “আমরা মোবাইল পেয়েছি”, “আমরা কন্যাশ্রী পেয়েছি” ইত্যাদি। স্কুলপড়ুয়াদের এভাবে শাসক দলের হয়ে প্রচারে নামায় তীব্র জল্পনা ছড়ালো রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, এই ঘটনা প্র্রসঙ্গে তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ জানালেন যে, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। স্কুল পড়ুয়ারা আনন্দ করে এই মিছিল করেছে। তবে, এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে বিজেপির পক্ষ
থেকে।

এ প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিং জানালেন যে, বেআইনিভাবে কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করে একাজ করা হয়েছে। যেখানে কোড অফ কন্ডাক্ট বলেছে যে, ৫ জনের বেশি কেউ বেরোতে পারবে না, বাড়ি বাড়ি যেতে পারবেনা, মিছিল বেরোতে পারবে না। সেখানে বাচ্চা বাচ্চাদের ব্যবহার করা হয়েছে প্রচারের কাজে। তৃণমূল এতে অন্যায় করেছে বলে, অভিযোগ করেছেন তিনি।

প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণের অভিযোগ ইতিপূর্বে বারবার করা হয়েছে বিভিন্ন বিরোধীদলের পক্ষ থেকে। নির্বাচনের মুখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাবের জন্য টাকা দেওয়া নির্বাচনী বৈতরণী পারাপারের কৌশল বলেই দাবি একাধিক বিরোধী শিবিরের। গতকালের এই ঘটনা বিরোধীদের এই অভিযোগকে কিছুটা হলেও সত্য করে দিলো বলেই, একাধিক বিশ্লেষকের দাবি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!