এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উন্নয়ন নিয়ে নয়া ফতোয়া শওকত মোল্লার, ভাইপো বাহিনীর এ কোন কীর্তি? সোচ্চার বিজেপি!

উন্নয়ন নিয়ে নয়া ফতোয়া শওকত মোল্লার, ভাইপো বাহিনীর এ কোন কীর্তি? সোচ্চার বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-গায়ের জোরে ক্ষমতা দখল করে গনতন্ত্রকে ধ্বংস করাই ভাইপো বাহিনীর প্রধান কাজ। তিনি এমন কয়েকটি নেতা দক্ষিণ 24 পরগনায় তৈরি করেছেন, যাদের হাত দিয়ে গুন্ডাদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। বিভিন্ন সময়ে এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে শেখ শাজাহান থেকে শুরু করে শওকত মোল্লাদের মত নেতাদের নাম বারবার উঠে এসেছে বিরোধী দলনেতার গলায়। কিন্তু এবার শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যই সত্যি হয়ে গেল। একেবারে প্রকাশ্য সভায় বিরোধীদের দখলে থাকা পঞ্চায়েতে কোনো উন্নয়ন করা হবে না বলে ফতোয়া দিয়ে ফেললেন ভাইপোর অনুগত বলে পরিচিত তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। যাকে দুর্ভাগ্য জনক বলেই আখ্যা দিচ্ছে বিরোধীরা।

প্রসঙ্গত, ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক শওকত মোল্লার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও বা তার সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু বাংলা। কিন্তু সেই ভিডিওকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। যেখানে দেখা যাচ্ছে, এই তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলছেন, যে সমস্ত পঞ্চায়েত বিরোধীরা দখল করেছে, যেখানে বিরোধীরা জিতেছে, সেখানে কোনো উন্নয়ন হবে না। কোনো উন্নয়ন করবে না প্রশাসন‌। আর এখানেই সকলের প্রশ্ন, তাহলে তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন, তা তো সত্যি! পুলিশ প্রশাসনের নির্লজ্জতা তো এমনিতেই সামনে চলে এসেছে। আর এবার উন্নয়ন নিয়েও যে প্রতিহিংসা তৃণমূল বিধায়কের গলায় শোনা গেল, তা তো তাহলে গোটা তৃণমূল দলের কথা! ফলে বোঝাই যাচ্ছে যে, তৃণমূল কিভাবে এই রাজ্যে এক চোখে উন্নয়ন করছে এবং কিভাবে বিরোধীদের দখল করা পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভাগুলোতে উন্নয়ন বন্ধ রেখেছে এই রাজ্যের শাসক দল, তা আরও একবার তৃণমূল বিধায়কের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট বলেই দাবি একাংশের।

বিজেপির দাবি, শওকাত মোল্লা মডেলকে কেন্দ্র করেই তো রাজনীতি করছেন ভাইপো। তিনি তো লড়াই করে নেতা হতে পারবেন না! তাই গুন্ডাদের দিয়ে রাজনীতি করে কার্যসিদ্ধি করার চেষ্টা করেন নিজের সংসদীয় এলাকায়। তবে এই দিন শেষ হয়ে এসেছে। চুরি করতে করতে তৃণমূল শেষ জায়গায় চলে গিয়েছে। এখন চোরেদের গ্রেপ্তার করার পথে হাঁটছে কেন্দ্রীয় সংস্থা। উন্নয়ন নিয়ে যে বীভৎস রাজনীতি এই সরকার করছে, তা এবার স্পষ্ট হয়ে গেল। বিরোধীরা যেখানে জিতবে, সেখানে উন্নয়ন না করে মানুষকে বিপদে ফেলছে তৃণমূল কংগ্রেস। তাই তাদের মুখে আর যাই হোক, মা-মাটি-মানুষের কথা মানায় না বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, গণতন্ত্রকে ধ্বংস করে প্রতিহিংসা মূলক রাজনীতি করাই এই রাজ্য সরকারের প্রধান কাজ। উন্নয়ন তারা করতে পারবে না! মানুষের টাকা চুরি করে তারা নিজেদের অর্থনৈতিক ভাণ্ডারকে সমৃদ্ধ করছে। তাই সেই চোরেদের কাছ থেকে বেশি কিছু আশাও করা যায় না বলেই দাবি বিরোধীদের। তবে শওকত মোল্লা যে কথা বললেন, তারপর অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় “সব জায়গায় উন্নয়ন করেন” এই এ কথা বললেও মানুষ বিশ্বাস করবেন না। তৃণমূল বিধায়কের কথার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল যে, তৃণমূল লোক দেখানো উন্নয়নেই বেশি বিশ্বাসী। নিজেদের জেতা এলাকাগুলোতেই তারা উন্নয়ন করবে, আর যেখানে বিরোধীরা জিতেছে, সেখানে মানুষকে কষ্ট দিতেই বেশি তৎপর তৃণমূলের জনপ্রতিনিধিরা। শওকত মোল্লার বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!