এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজীবের ইস্তফা নিয়ে মুখ খুললেন সুজন চক্রবর্তী! জেনে নিন, কি বললেন!

রাজীবের ইস্তফা নিয়ে মুখ খুললেন সুজন চক্রবর্তী! জেনে নিন, কি বললেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের ভাঙ্গন স্পষ্ট হতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী, লক্ষ্মীরতন শুক্লার পর এবার মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এক মাসে তিনজন মন্ত্রীর পরপর ইস্তফা রীতিমত তৃণমূলের ভেতরের সমস্যাকে কার্যত প্রকাশ্যে এনে দিচ্ছে। আর এই পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলত্যাগ করতে পারেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছে।

স্বাভাবিক ভাবেই নির্বাচনের আগে যখন একের পর এক মন্ত্রী তাদের পদ থেকে ইস্তফা দিতে শুরু করেছেন, তখন তাকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করা হচ্ছে। আর এবার একের পর এক মন্ত্রীর ইস্তফা প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের বামপন্থী দল নেতা সুজন চক্রবর্তী। যেখানে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে রাজ্যের সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “সংবাদমাধ্যমে দেখলাম রাজীব বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেছেন। এক মাসে 3 জন মন্ত্রী পদত্যাগ করলেন। এটা তো বহমান প্রক্রিয়া। লিখে রাখুন, এরকম আরও চলবে। একটা পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। গোটা দলটাই বেসুরো। তারগুলো একটা একটা করে কাটতে শুরু করেছে। তৃণমূল দলটা উঠে যাবে।” স্বাভাবিকভাবেই সিপিএম নেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন ব্যাপক শোরগোল তৈরি হয়েছে গোটা রাজ্য রাজনীতিতে।

অনেকে বলছেন, অতীতে সত্যিই এই রকম ঘটনা বিরল ছিল। শাসকদল চলছে, অথচ শাসকদলের একের পর এক মন্ত্রী নিজেদের পদ থেকে ইস্তফা দিচ্ছেন, তা সত্যিই আশ্চর্যজনক বিষয়। কিন্তু বর্তমানে রাজ্যে এরকম ঘটনা অত্যন্ত স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। যার ফলে চিন্তা বাড়ছে তৃণমূল কংগ্রেসের। আর এই পরিস্থিতিতে তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়কে হাতিয়ার করে এবার ময়দানে নেমে পড়ল মার্কসবাদী কমিউনিস্ট পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের দাবি, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট মন্ত্রী তার পদ থেকে পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। তবে এখনও পর্যন্ত তিনি দলত্যাগ করেননি। আর বেশ কিছুদিন ধরে বেসুরো মন্তব্য করা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট মন্ত্রী আজ মন্ত্রিসভার সদস্য থেকে পদত্যাগ করলেন। স্বাভাবিক ভাবেই রাজীব বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে জল্পনা চলছে। যদিও বা এই ব্যাপারে এখনও পর্যন্ত তেমন কিছু জানাননি রাজীববাবু।

আর এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করে “তৃণমূল দলটা উঠে যাবে” বলে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএমের সুজন চক্রবর্তী। এমনিতেই বিজেপির চাপে তৃণমূল অত্যন্ত বেকায়দায় রয়েছে। তার মধ্যে সিপিএমের পক্ষ থেকে যেভাবে তাদেরকে কটাক্ষ করা হল, তাতে ঘাসফুল শিবির আরও চাপের সম্মুখীন হল বলেই মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!