কাটমানি ছাড়া তৃণমূলে কোনও কাজ হয় না দাবি প্রাক্তন তৃণমূলের নেতার বর্ধমান রাজ্য August 7, 2018 রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিস্ফোরক মন্তব্য দলেরই এক প্রাক্তনীর। এদিন বর্ধমানের বিশিষ্ট রাজনীতিবিদ তথা একদা তৃণমূল কংগ্রেস দলের প্রভাবশালী নেতা গোলাম জার্জিস প্রকাশ্যে মুখ খুললেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। উলেখ্য প্রাক্তন এই তৃণমূলী পূর্বতন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দফতরের কর্মাধ্যক্ষ ছিলেন। সকলের সামনেই এদিন তিনি জানালেন তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যের সরকার আসলে কমিশনের সরকার। এখানে কাটমানি না দিলে কোনো কাজই হয়না। প্রসঙ্গত জেলার এই বাম বিরোধী সংখ্যা লঘু তৃণমূল কংগ্রেস দল গঠনের সময় থেকেই এই দলের সদস্য। কিন্তু সাম্প্রতিক কালে একটি মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারনেই তিনি দলত্যাগ করে রবিবার গেরুয়া শিবিরে যোগদান করতে কার্যত বাধ্য হলেন বলেও জানালেন। তিনি আরও জানালেন দলের মধ্যেকার নিয়ম বিরুদ্ধতা এবং দলের আদর্শ বিরোধী কাজকর্মের কথা তিনি নিজেই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন কিন্তু এত কিছুই লাভ হয়নি। কারণ তাঁর অভিযোগ শোনার পরেও দলনেত্রীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে রাজ্যের সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের আগেই গোলাম জার্জিসের বিরুদ্ধে দুর্নীতি মূলক অভিযোগ ওঠার কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিলো। এই সময়ে এই নেতা পঞ্চায়েত নির্বাচনে নির্দল মনোনয়নপত্র পেশ করেছিলেন বলেও জানা গিয়েছে কিন্তু পরবর্তীতে তা প্রত্যাহার করে নেন। রবিবার গোলাম জার্জিস সহ জেলা পরিষদের প্রাক্তন সদস্য রুবি ধীবর, শিবনাথ সিং ও অশোক মালাকার প্রমুখ রাজনীতিবিদ বিজেপি দলের সদস্য পদ গ্রহণ করলেন। এদিনের অনুষ্ঠাণ থেকে জানালেন আগামী দিনে পূর্ব বর্ধমানের ভাতার, আউসগ্রাম ও শক্তিগড়ের বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতা বিজেপি দলে যোগদান করবেন। আপনার মতামত জানান -