এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার মহার্ঘ হেঁশেল, চিন্তার ভাঁজ আমজনতার কপালে

আবার মহার্ঘ হেঁশেল, চিন্তার ভাঁজ আমজনতার কপালে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছিল, এবার আবার রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা। সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে গত আড়াই মাসে রান্নার গ্যাসের দাম ২২৫ টাকা বেড়ে গেল। ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা করে বাড়ানো হয়েছিল, এবার আরও ২৫ টাকা বাড়ানো হলো।

রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থা ইন্ডিয়ান অয়েল এর পক্ষ থেকে জানানো হলো যে, আজ অর্থাৎ ১ লা মার্চ থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম ২৫ টাকা করে বৃদ্ধি করা হলো। এর ফলে কলকাতায় এর দাম হল ৮৪৫ টাকা ৫০ পয়সা। দিল্লিতে রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৮১৯ টাকা। মুম্বাইতে রান্নার গ্যাসের দাম হল ৮২৩ টাকা। চেন্নাইতে এর দাম হলো ৮৩৫ টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, আজ থেকে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা বৃদ্ধি করা হলো। আবার ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হলো ৯৭ টাকা ৫০ পয়সা। ফলে এর নতুন দাম হল ১৬৮১ টাকা ৫০ পয়সা। ভর্তুকি যুক্ত রান্না গ্যাসের দাম বৃদ্ধি পাবে কিনা? সে বিষয়টি এখনো জানা যায়নি।

তবে যেভাবে রান্নার গ্যাসের দাম বাড়ছে ও ভর্তুকি ধীরে ধীরে কমানো হচ্ছে, তার ফলে যথেষ্ট আশঙ্কাগ্রস্থ আছেন বহু মানুষ। জ্বালানির দাম বৃদ্ধির কারণ হিসেবে বিশ্ববাজারে তেল ও গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধিকে দায়ী করা হচ্ছে। জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধিকে কেন্দ্র বিরোধী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে একাধিক রাজনৈতিক দল। জ্বালানির তীব্র মূল্যবৃদ্ধিতে কপালে ভাঁজ পড়েছে সাধারণ মানুষের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!