এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির সঙ্গে একমাত্র লড়তে পারে তৃণমূল? অভিষেকের মন্তব্যে হাসির রোল বিরোধী মহলে !

বিজেপির সঙ্গে একমাত্র লড়তে পারে তৃণমূল? অভিষেকের মন্তব্যে হাসির রোল বিরোধী মহলে !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই দেশের মধ্যে সবথেকে বেশি নিজের দল তৃণমূল কংগ্রেসকে বিজেপি বিরোধী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ময়দানে নামিয়েছেন নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলায় পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচনে ভালো ফল করতে চালু করেছেন নতুন কর্মসূচি, তৃণমূলে নবজোয়ার। আর সেই কর্মসূচিতেই জেলায় জেলায় গিয়ে বক্তব্য রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিচ্ছেন, বিজেপিকে আটকাতে পারে একমাত্র তৃণমূল।

তবে ডায়মন্ডহারবারের সাংসদের এই বক্তব্য শুনে রীতিমতো অট্টহাসি শুরু হয়ে গিয়েছে বিরোধী শিবিরে। বিজেপি তো বটেই, বিজেপি বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে নেহাত “শিশুসুলভ” বলে কটাক্ষ করতে শুরু করেছেন। অনেকে বলছেন, যারা অন্য রাজ্যে নোটার থেকে কম ভোট পায়, তারা বিজেপি বিরোধী প্রধান দল হিসেবে নিজেদের দাবি করতে শুরু করেছে! আর বিরোধী শিবিরের এই মন্তব্য নিয়েই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদের অধিবেশনে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বিজেপি যদি ভাইরাস হয়, তাহলে তার একমাত্র ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস। আমাকে বহুবার ডেকেছে। কিন্তু আমি মাথা নত করিনি। তাই বিজেপির সঙ্গে শিরদাঁড়া সোজা রেখে একমাত্র লড়াই যদি কেউ করতে পারে, তাহলে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস।” আর এখানেই বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, শিরদাঁড়া অনেকদিন আগেই বেঁকে গিয়েছে।

এমন পরিস্থিতি হয়েছে যে, এখন শুধুমাত্র বাংলার মধ্যেই আটকে থাকতে হয়েছে। সর্বভারতীয় দলের তকমা চলে গিয়েছে। তাই বিজেপির সঙ্গে লড়াই করার আগে আগে সমগোত্রীয় হয়ে দেখাক, তারপরে বড় বড় কথা বলবে। অন্যদিকে বিজেপি এবং তৃণমূল দুই দলের সঙ্গেই সম দূরত্ব বজায় রাখা বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, তৃণমূলের এই বক্তব্য হাস্যরসাত্মক ছাড়া আর কিছুই নয়। দিনের বেলা বিরোধিতা করে যারা রাত্রিবেলা বিজেপির সঙ্গে সেটিংয়ের রাজনীতি করে, তাদের কাছ থেকে এই ধরনের কথা আশা করা যায় না। আর দিনের শেষে বিভিন্ন মহলের বক্তব্য শুনে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূল অতটা গ্রহণযোগ্য দল হিসেবে স্বীকৃতি পায়নি। তাই কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপিকে “ভাইরাস” বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করলেন, তা আগামী দিনে ঘাসফুল শিবিরের কাছেই ব্যাক ফায়ার হয়ে আসতে পারে বলেই দাবি পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!