এখন পড়ছেন
হোম > Uncategorized > অভিষেকের নির্দেশের পরেই ঘোষণা হবে পঞ্চায়েত ভোট? সামনে এলো বিস্ফোরক তথ্য!

অভিষেকের নির্দেশের পরেই ঘোষণা হবে পঞ্চায়েত ভোট? সামনে এলো বিস্ফোরক তথ্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য নির্বাচন কমিশন যে সরকারের কথামতই চলবে এবং সেই মতোই যে নির্বাচন ঘোষণা হবে, তাতে নিশ্চিত বিরোধীরা। তবে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নির্দেশ মতই কমিশন কাজ করবে বলে মনে করা হয়েছিল। কিন্তু তৃণমূল দলে যেমন প্রভাব বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ঠিক তেমনই শুধুমাত্র একজন সাংসদ এবং তৃণমূল দলের দ্বিতীয় প্রধান হয়ে কি এবার সরকার এবং নির্বাচন কমিশনকেও নিয়ন্ত্রণ করতে চলেছেন তিনি! ইতিমধ্যেই দলের একটি কর্মসূচিতে গিয়ে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শেষ হবে এবং নির্বাচন ঘোষণা হবে বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার এই মন্তব্যকে নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন।

সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির অধিবেশনে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শেষ হবে, পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবে।” বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং কর্মীদের কাছে পৌঁছে যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচী গ্রহণ করেছেন।

অনেকে কার্যত ভেবেই নিয়েছিলেন যে, এই কর্মসূচি শেষ হওয়ার পরেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবে। কিন্তু এবার রাখঢাক না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে যে কথা বলে দিলেন, তাতে প্রমাণ হয়ে গেল যে, রাজ্যের নির্বাচন কমিশন কার্যত খাতায়-কলমেই রয়েছে। এক্ষেত্রে অভিষেকবাবু বা তৃণমূলের পক্ষ থেকে যেমনটা নির্দেশ দেওয়া হবে, তেমনটাই পালন করবে কমিশনের কার্যকর্তারা, অন্তত তেমনটাই বলছেন বিরোধীরা। তাদের আরও দাবি, সবে তো খেলা শুরু হয়েছে। আরও অনেক কিছু বাকি রয়েছে। এরপর হয়তো নির্বাচন কিভাবে হবে এবং নির্বাচনে কতটা সন্ত্রাস হবে, তার সবকিছুই তৃণমূলের পক্ষ থেকে বলা হবে।

আর নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করবে কমিশন। যা রাজ্যবাসীর কাছে গা সওয়া হয়ে গিয়েছে বলেই মনে করছেন একাংশ। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর যদি সত্যি সত্যিই তৃণমূলে নবজোয়ার কর্মসূচির পরেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়, তাহলে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে বলেই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!