এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিয়োগ দুর্নীতিতে ব্যাপক চাপে অভিষেক, বড় নির্দেশ আদালতের !

নিয়োগ দুর্নীতিতে ব্যাপক চাপে অভিষেক, বড় নির্দেশ আদালতের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতির ঘটনায় যখন বারবার তৃণমূলের একাধিক শীর্ষ নেতা-নেত্রীর নাম উঠে এসেছিল, ঠিক তখনই বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে ঘাসফুল শিবিরকে। নাম না করে আবার কখনও বা নাম করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তবে সম্প্রতি আদালতের নির্দেশে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেশ কিছু মামলায় বিচারপতি হিসেবে অব্যাহতি দেওয়ার পর তৃণমূলের অন্দরে খুশির আবহাওয়া তৈরি হয়েছিল।

কিন্তু বিচারপতি বদল হলেও অস্বস্তি বহাল রইল তৃণমূলের। যেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতার সিনহার পক্ষ থেকে দেওয়া হল বড়সড় নির্দেশ। যার ফলে প্রবল ধাক্কা খেলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে বিচারপতি বলেন, “বিচার ব্যবস্থায় কোনো একজনের নাম উঠে আসতেই পারে। কিন্তু তদন্তে সহযোগিতা করতে কোথায় সমস্যা!” আর এরপরেই এই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দেন বিচারপতি।

যার ফলে বিরোধীদের একাংশের দাবি, অবশেষে আবারও সত্যের জয় হল। বিচারপতি গঙ্গোপাধ্যায় সরে গেলেও আর এক বিচারপতির এই নির্দেশের ফলে প্রমাণ হয়ে গেল, দুর্নীতি করে ছাড় পাওয়া যাবে না। তবে এই গোটা ঘটনায় শেষ পর্যন্ত কোন দিকে যায় গতিপ্রকৃতি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!