এবার গাঁজা পাচারের সাথে নাম জড়ালো মুকুল রায়ের ছায়াসঙ্গীর রাজ্য November 30, 2017 গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া ২ জনের সঙ্গে নাম জড়ালো বাংলার রাজনৈতিক নেতৃত্বের।মঙ্গলবার রাতে পুরুলিয়ার রাঁচি রোডে গাঁজা পাচার করার অভিযোগে শুভজিত্ মাহাতো এবং উমেশ মাহাতো নামে দুই বাইক আরোহীকে গ্রেফতার করে পুরুলিয়া পুলিশ । এদের কাছ থেকে ২৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।শুভজিত্ মাহাতো-র পরিচয় নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।প্রকৃতপক্ষে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের ছায়াসঙ্গী সুরজিত্ মাহতোর ভাই হলেন ধৃত শুভজিত্ মাহাতো।বিজেপির দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই গ্রেফতার পরোয়ানা জারি করেছে পুলিশ।এদিন সুরজিত্ মাহাতো তার বক্তব্যে বলেন যে তার ভায়ের বিরুদ্ধে এটি একটি প্রতিহিংসার রাজনীতির করছে বিরোধীপক্ষ। তৃণমূলের প্রাক্তন নেতা মুকুল রায়ও এই সুযোগের সদ্ব্যবহার করে চ্যালেঞ্জ ছুড়ে বলেন যে ”মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তো রয়েছে পুলিশ দফতর। তাই পুলিশমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ রাখছি যদি শুভজিতের বিরুদ্ধে মাদক-মামলা প্রমাণ করতে পারে পুলিশ তবে রাজনীতি ছেড়ে দেব। পুলিশমন্ত্রীর কাছে আমার অনুরোধ, যে সব পুলিশকর্মী এই মামলা সাজাচ্ছেন তাঁদের বিরত থাকতে বলুন।” আপনার মতামত জানান -