ফের বোমা ফাটালেন মুকুল রাজ্য November 30, 2017 বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তুললেন মুকুল রায় এদিন তিনি বলেন ‘‘যদি রাজ্য সরকারকেই মুখ্যমন্ত্রী ওই লোগো দিয়ে থাকেন, তাহলে তাঁর এগ্রিমেন্ট কই? সাহস থাকলে বাংলার মানুষকে সেই এগ্রিমেন্ট দেখান মুখ্যমন্ত্রী৷’’এছাড়া ঘটনার তদন্ত ভার কোনো সংস্থাকে দেওয়ার কথাও বলেছেন। এছাড়া প্রশাসনের বিরুদ্ধে তোপে দেগে বলেন ‘‘বাংলায় এখন পুলিশি রাজ চলছে৷ জেলায় জেলায় এসপিদের বসানো হয়েছে কলকাতার রাজা মহারাজদের সন্তুষ্ট করার জন্য৷ রিজওয়ানুর মামলার অভিযুক্তদের একজন বিধাননগর আরেকজন চন্দননগরের সিপি চমৎকার৷’’ আপনার মতামত জানান -