এখন পড়ছেন
হোম > রাজ্য > পিছনে কোন ‘রাজনৈতিক খেল’? রাতারাতি রদ হয়ে গেল সময়সীমা বাড়ানোর নির্দেশ

পিছনে কোন ‘রাজনৈতিক খেল’? রাতারাতি রদ হয়ে গেল সময়সীমা বাড়ানোর নির্দেশ


পিছনে কোন ‘রাজনৈতিক খেল’? রাতারাতি রদ হয়ে গেল সময়সীমা বাড়ানোর নির্দেশ । শাসকদলের সন্ত্রাসের কাছে হার মেনে মনোনয়ন জামা দিতে পারেননি রাজ্যের অনেক বিরোধী প্রার্থীরা এমনটা অভিযোগ উঠেছিল। পাশাপাশি নির্বাচন কমিশন স্বীকার করে নিয়েছিলেন যে রাজ্যে ভোটার নিরিখে সন্ত্রাস চলছে। ফলে বিরোধীরা বার বার নির্বাচন কমিশনার কাছে আর্জি জানিয়েছে যে মনোনয়ন জমা দেবার সময়সীমা বাড়ানো হোক। এই নিয়ে বিক্ষোভ কর্মসূচিও নিয়েছেন তাঁরা। এরপর
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোও হয়েছিল। সোমবার রাত্রে নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং নির্দেশিকা জারি করে ঘোষণা করে যে বিভিন্ন অভিযোগ, মনোনয়নে বাধাদানের ঘটনা এবং সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হল। মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা।রা সেই মতো সমস্ত জেলাশাসক এবং জেলার পঞ্চায়েত নির্বাচন অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে। কিন্তু রাতারাতি সেই নির্দেশ বাতিল করল কমিশন। জানাল আজ আর মনোনয় নেওয়া হবে না। এর কারণ হিসাবে বলা হচ্ছে যে মনোনয়নের সময়সীমা একদিন বাড়ানো হলে আইনি জটিলতা বাড়তে পারে তাই ঙ্গলবার মনোনয়ন নেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হলো। এই নিয়ে প্রতিটি বিডিও অফিস ও এসডিও অফিসে নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশ গিয়েছে প্রতিটি দলের নেতৃত্বের কাছেও।এই নিয়ে বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, ”এই নির্দেশিকা রাজ্য সরকারের মুখে একটা সজোরে থাপ্পর।’বিরোধীদের দাবি যে শাসকদলের অঙ্গুলিহেলনে এমন সিদ্ধান্ত নিলেন নির্বাচন কমিশনার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!