এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Big Breaking, এনামুল হকের তিনজন আত্মীয় পেলেন সিবিআইয়ের সমন

Big Breaking, এনামুল হকের তিনজন আত্মীয় পেলেন সিবিআইয়ের সমন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রুদ্ধশ্বাসে গরু পাচার ও কয়লা পাচার কান্ডের তদন্ত। গরু পাচারের মূল অভিযুক্ত এনামুল হকের লাল ডাইরি পাবার পর থেকেই গতি এসেছে গরু পাচার কাণ্ডের তদন্তে। ইতিমধ্যে গরু পাচার কাণ্ডের তদন্তে ব্যবসায়ী বিনয় মিশ্রের তিনটি বাড়িতে অভিযান করেছিলেন সিবিআই গোয়েন্দারা। তাঁর একটি ফ্ল্যাট সিল করে দেয়া হয়েছিল। এই প্রেক্ষিতে এবার এনামুল হকের তিনজন আত্মীয়কে পাঠানো হল সিবিআই এর নোটিশ।

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এনামুল হকের তিনজন আত্মীয়কে সিবিআই নোটিশ পাঠিয়ে আগামী সপ্তাহে তাদের নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। গোয়েন্দারা জানতে পেরেছেন যে, গরু পাচারকারী এনামুলের এই তিনজন আত্মীয় ওতপ্রোতভাবে জড়িত ছিল এই কাণ্ডে। সিবিআই গোয়েন্দারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছেন যে, এনামুলের এই তিনজন আত্মীয় তার কোর টিমের সদস্য।

এই তিনজনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল প্রভাবশালীদের সঙ্গে। পাচারকারীদের সঙ্গেও যোগাযোগের মাধ্যম ছিলেন তারা। এমনকি গরু পাচার কান্ডের বিভিন্ন তথ্য এদের কাছেই থাকত। কিভাবে গরু পাচার করা হবে? সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা করতেন তারা। সিবিআই সূত্রে জানা গেছে, এদের তিনজনকেই ফোন করা হয়েছিল। কিন্তু তাদের কাউকে ফোনে পাওয়া যায়নি। প্রত্যেকেরই মোবাইল ফোন বন্ধ ছিল। গোয়েন্দারা জানতে পেরেছেন, সম্প্রতি তারা পশ্চিমবঙ্গে নেই। বাইরে গাঢাকা দিয়েছেন। এরপর তলব করা হয়েছে তাদের সিবিআই দপ্তরে। সিবিআইয়ের নোটিস গ্রহণ করেছেন এনামুলের ম্যানেজার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ব্যবসায়ী বিনয় মিশ্র ও কয়লা পাচারের মূল চক্রি অনুপ মাঝি এখনো পর্যন্ত ফেরার। একাধিকবার তলব করা হলেও এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাদেরকে। আবার, এর মধ্যেই বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে সিবিআই দপ্তরে তলব করা হয়েছিল। গরু পাচার কাণ্ডের তদন্তে তাকে ৮ ঘণ্টা ধরে গতকাল জেলা করা হয়েছে। গরু পাচারের অর্থ কে কত পাবেন? তা ঠিক করতেন তিনি। তার সঙ্গে যোগাযোগ থাকতে পারে লালার। বেশকিছু আইপিএস অফিসারের সঙ্গেও তার যোগাযোগ থাকতে পারে বলে, সিবিআই আধিকারিকেরা অনুমান করছেন।

গতকাল ৮ ঘণ্টা ধরে তাকে জেরা করেছেন আধিকারিকেরা। তাঁরা অভিযোগ করেছেন, সমস্ত প্রশ্নের ঠিকমতো উত্তর দেননি তিনি, বেশকিছু প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। তাই আবার তাকে জেরার জন্য তলব করা হতে পারে সিবিআই দপ্তরে। অন্যদিকে গরু পাচার কান্ডের তদন্তে আরো দুজন পুলিশ ইন্সপেক্টরকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সিবিআইয়ের তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছেন আইপিএস অফিসার অংশুমান সাহা ও কল্লোল গনাই। আগামী সপ্তাহে হাইকোর্টে তাদের মামলার শুনানি হতে পারে, বলে জানা যাচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!