এবার তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়ের গড়ে বোমা ফাটলো ,আহতরা হাসপাতালে রাজ্য December 15, 2017 এদিন তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়ের গড় ভাটপাড়া এলাকার গাড়ুলিয়ার বোমা বিস্ফোরণ হয়। ঘটনাটি ঘটেছে আজ সকালে।পুরসভার গাড়ি করে আবর্জনা ফেলার সময় হঠাৎই বিস্ফোরণ হয়। বোমা ফেটে আহত হন তিনজন।এদের মধ্যে দু’জন পৌরসভার সাফাইকর্মী।স্থানীয়দের সাহায্যে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পৌরসভার গাড়ির চালক বলেন, “সকালে আবর্জনা তুলতে এই ভ্যাটে আসি। বেলচা দিয়ে আবর্জনা ফেলতে গেলে হঠাৎই বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গাড়ির পাটাতন। অল্পের জন্য রক্ষা পাই।” এদিন এখানকার পৌরসভার চেয়ারম্যান বলেন, “বিস্ফোরণের শব্দ পেয়েছি। পৌরসভার গাড়িতে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” আহতদের প্রথমে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পরে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নোয়াপাড়ার থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে।কে বোমা রেখে গেলো কিভাবে কি হলো তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। আপনার মতামত জানান -