অভিষেকের করা মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মুকুল রায় রাজ্য December 12, 2017 এবার অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের করা মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মুকুল রায়। “বিশ্ববাংলা মার্কেটিং কর্পোরেশন” এবং “জাগো বাংলা” নিয়ে আগেই অভিযোগ তুলেছিলেন। এবার বিশ্ববাংলার লোগোর অধিকার কার? রাজ্য সরকারের নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? সেই প্রশ্ন ও তুলেছেন এদিন তিনি বিষয়টি নিয়ে তদন্ত ও দাবি করেন। এদিন তিনি জানান,“বিশ্ববাংলা লোগো নিয়ে আমি ভুলও বলিনি। মিথ্যেও বলিনি। সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। এফিডেভিড করে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, এটা উনি সৃষ্টি করেছেন। এবং রাজ্য সরকারকে দিয়েছেন। এ সম্পর্কে আমার বক্তব্য নেই। সৃষ্টি উনি করতেই পারেন। একটা জিনিস তো দু’জনকে দেওয়া যাবে না। একবার উনি বলেছেন, রাজ্য সরকারকে দিয়েছি। আর একবার অভিষেক বলছেন এটা তাঁর। এটা নিয়ে তদন্ত হওয়া উচিত।”তিনি আরো বলেন, “আলিপুরদুয়ার আদালতে একটা মামলা হয়েছে। প্রথম হচ্ছে তাঁরা রাজনীতির ময়দান থেকে পালাতে চাইছেন। তাই আলিপুরদুয়ার আদালতে মামলা হয়েছে। এই মামলা আমার উপর লাগু হচ্ছে না। কোর্টের নির্দেশ সেই কথাই বলছে। আমরা এই আলিপুরদুয়ার জুরিডিকশনকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা এই মামলা ফাইল করলাম।” আপনার মতামত জানান -