এবার কি শুদ্ধিকরণ করে পুরানোদের ফেরাতে চলেছে তৃণমূল পার্থর মন্তব্য ঘিরে জল্পনা রাজ্য December 12, 2017 রবিবার কৃষ্ণনগরের জেলা পরিষদ ভবনে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির বৈঠক ছিল জেলা তৃণমূলের।এদিন সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। দলের নেতা কর্মীদের উদেশ্যে অনেক কথা বলেন তিনি যা ঘিরে শুরু হয়েছে জল্পনা। এদিন তিনি স্পষ্ট ভাষায় জানান যে, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়া জয়ী জন প্রতিনিধিদের পঞ্চায়েত ভোটে আর টিকিট দেওয়া যাবে না।এমনকি টিকিট বণ্টনে কে কার লবির, তা দেখা হবে না বলেও জানিয়ে গিয়েছেন শিক্ষামন্ত্রী। বাকি সকল জয়ী জনপ্রতিনিধিদের টিকিট দেওয়া হবে। এদিন পুরানোদেরকে দলে ফেরানোর স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন প্রথম থেকে যাঁরা দল করে আসছেন। দুর্দিনে আমাদের সঙ্গে যাঁরা ছিলেন। তাঁদের গুরুত্ব দিতে হবে। তাঁদের আরও সক্রিয় করতে হবে। আমার লোক নয়, তোমার লোক, এসব চলবে না। সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়তে হবে।তিনি কর্মীদের সতর্ক করে বলেন বিরোধী শূন্য করবো সব গায়ের জোরে দখল করবে এসব চলবে না। মানুষ আঘাত পায় এমন কাজ করা যাবে না ,মানুষের ভালোবাসা আস্থা নিয়েই কাজ করতে হবে। এছাড়া কোনো গোষ্ঠী দ্বন্দ্ব তিনি চান না বলেও স্পষ্ট করে দিয়েছেন। পার্থ বাবুর এহেন বক্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা বেড়েছে। তাদের প্রশ্ন তবে কি তৃণমূল পুরানোদের গুরুত্ত্ব বুঝতে পেরেছে আর তাই তাদের ফেরাতে উদ্যোগী হয়েছে। নাকি সবটাই ভোটের খেলা। আপনার মতামত জানান -