এখন পড়ছেন
হোম > জাতীয় > আকবর আর মহরানা প্রতাপ নিয়ে মন্তব্য করে চরম বিতর্ক বাড়ালেন যোগী আদিত্যনাথ

আকবর আর মহরানা প্রতাপ নিয়ে মন্তব্য করে চরম বিতর্ক বাড়ালেন যোগী আদিত্যনাথ


এতদিন অবধি উত্তর প্রদেশ রাজ্যেরই বেশিরভাগ বিজেপি নেতা মন্ত্রীই বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার কেন্দ্রে এসেছেন। এবার সেই তালিকায় অন্তর্ভূক্ত হলন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তিনি মোঘল সম্রাট আকবরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। সম্প্রতি মহারানা প্রতাপের জন্মদিন উপলক্ষ্যে আরএসএস-এর এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ে নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা জাহির করে তিনি জানালেন , তাঁর কাছে মহারানা প্রতাপের স্থান আকবরের থেকেও বেশি। মোঘল সম্রাটের তুলনায় মহারানা প্রতাপ অনেক বেশি মহান ছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের ভাষণে তিনি রাজ্যের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন, “আকবর মহারানা প্রতাপকে নির্দেশ দেন তাঁকে বাদশা বলে মেনে নিতে। তাহলে আর তিনি তাঁর রাজ্য মেবারের ব্যাপারে আর কখনই হস্তক্ষেপ করবেন না। কিন্তু প্রতাপ পাল্টা জানিয়ে দেন, কোনও বিদেশিকে শাসক বলে মেনে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। হারানো দুর্গগুলি দখল করে নিয়ে মহারানা প্রমাণ করে দেন, আকবর নন, আসলে তিনি মহান।’‌’ শুধু তাই নয় একই সাথে তিনি আরোও বললেন, “৫০০ বছর পরেও মানুষ মহারানা প্রতাপকে তাঁর বীরত্বের জন্য মনে রেখে দিয়েছে। কারণ তিনি কোনও বিদেশির সামনে মাথা নত করেননি।” অবশ্য বিজেপি দলের নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই নয় এর আগেও বিজেপি বিধায়ক সঙ্গীত সোম ঐতিহাসিক চরিত্রদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। বিজেপি বিধায়ক বলেছিলেন বাবর, আকবর, ঔরঙ্গজেব সকলেই দেশদ্রোহী’ ছিলেন। জানা যাচ্ছে সেই সময়ে তিনি ইতিহাসের পাতা থেকে এই তিন মোঘল সম্রাটের নাম মুছে ফেলারও দাবি জানিয়েছিলেন। এর ফলে ফের একবার বিতর্কে জড়ালো বিজেপি। রাজনৈতিকমহলের ধারণা যে এইভাবে একের পর এক বিজেপি নেতা মন্ত্রীদের একের পর এই ধরণের বিতর্কিত মন্তব্যে খারাপ প্রভাব পড়ছে জনমানসে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!