এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “মানুষ যেন মনে রাখে…” অতীতের কথা স্মরণ মমতার! ভোট পাওয়ার মরিয়া চেষ্টা, পাল্টা বিজেপি!

 “মানুষ যেন মনে রাখে…” অতীতের কথা স্মরণ মমতার! ভোট পাওয়ার মরিয়া চেষ্টা, পাল্টা বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- উত্তরবঙ্গের পরিস্থিতি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণে বুঝে গিয়েছেন যে, এখানে হাজার প্রচার করেও কোনো লাভ হবে না। দিনের শেষে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তবুও মুখরক্ষার জন্য, নেতা কর্মীদের উজ্জীবিত করবার জন্য তিনি আজ কোচবিহার দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করেছেন। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে মাথাভাঙ্গা এলাকার মানুষের কাছে অতীত স্মরণ করালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার এদিনের বক্তব্যের পর বিজেপি বলছে, প্রচন্ড হতাশাগ্রস্থ মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, আজ উত্তরবঙ্গের কোচবিহারে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার সভায় বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “মাথাভাঙ্গার মানুষ যেন মনে রাখে, আমি যখন কলেজে পড়তাম, তখন রোজ মাথা ভাঙ্গায় মানুষের মাথা ভাঙত সিপিএম। এখানে প্রচুর অত্যাচার হয়েছে। আমি কিন্তু রোজ ছুটে আসতাম।” আর এখানেই কটাক্ষ করছে বিজেপি। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে অতীতে কখনও এইরকম কথা বলতে শোনা যায়নি। তার মানে তিনি ঠেলায় পড়েছেন। তিনি বুঝতে পারছেন যে, উত্তরবঙ্গের মানুষের তৃণমূলের প্রতি কতটা বিরক্ত তৈরি হয়েছে! সেই কারণেই অতীতে তিনি কি করেছেন, তার কি কন্ট্রিবিউশন ছিল, সেই কথা এখন মানুষের কাছে তুলে ধরছেন। তবে এসব করে তৃণমূল অন্তত ভোট পাবে না। কারণ তৃণমূলের আমলে উত্তরবঙ্গের মানুষ যে অত্যাচারের সাক্ষী থেকেছে, তা অতীতের কন্ট্রিবিউশন দিয়ে মেকআপ করতে পারবেন না বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!