এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে নিশ্চিহ্ন তৃণমূল, ভয়েই ঘাঁটি গেড়ে মমতা! আত্মবিশ্বাসী লকেট!

উত্তরবঙ্গে নিশ্চিহ্ন তৃণমূল, ভয়েই ঘাঁটি গেড়ে মমতা! আত্মবিশ্বাসী লকেট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই গরমের ঝাঁঝ বাড়তে শুরু করেছে। কিন্তু সেই দাবদাহকে উপেক্ষা করে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরাই মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। একেবারে সাত সকালে এদিন নিজের লোকসভা কেন্দ্রে প্রচার করতে বেরিয়ে পড়েন লকেট চট্টোপাধ্যায়। সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। পাশাপাশি যে উত্তরবঙ্গে আজকে একদিকে প্রধানমন্ত্রী এবং অন্যদিকে মুখ্যমন্ত্রীর হাইভোল্টেজ সভা হয়েছে, সেই উত্তরবঙ্গ নিয়েও আগাম ভবিষ্যৎবাণী করেন বিজেপির এই দাপুটে নেত্রী। তার বক্তব্যের পর আরও বেশি করে উজ্জীবিত বিজেপি নেতা কর্মীরা।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “গতবার আমাদের উত্তরবঙ্গে সাতটি আসন ছিল। এবার আটটার মধ্যে আটটাতেই জয়লাভ করবে বিজেপি। কোনো চান্স নেই অন্য কারওর জেতার। মুখ্যমন্ত্রী জানেন যে, উত্তরবঙ্গের পরিস্থিতি খারাপ, সেই কারণে তিনি ওখানে রয়েছেন।” অনেকে বলছেন, গত লোকসভার নির্বাচন থেকেই উত্তরবঙ্গে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এবারে বিজেপির সম্ভাবনা আরও প্রবল। সেদিক থেকে উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গেও তৃণমূলের খুব একটা ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা নেই। তাই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উত্তরবঙ্গে দুর্যোগের পর থেকেই সেই রাতে সেখানে ছুটে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করে মন গলার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এতসব করে ভোটবাক্সে যে তৃণমূল উত্তরবঙ্গ থেকে খালি হাতেই ফিরে আসবে, সেই ব্যাপারে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!