এখন পড়ছেন
হোম > রাজ্য > গরিবদের কথা ভেবে নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, উপকৃত হবেন আপামর জনসাধারণ

গরিবদের কথা ভেবে নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, উপকৃত হবেন আপামর জনসাধারণ

রাজ্যের দরিদ্র মানুষজনের সুবিধার্থে এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্যের সাধারণ মানুষের প্রয়োজনের কথা চিন্তা করে তিনি সমবায় ব্যাঙ্ক স্থাপনের কথা ঘোষণা করেন। আর মুখ্যমন্ত্রীর পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই রাজ্য সমবায় দফতর ২৬০০ টি সমবায় ব্যাঙ্কের শাখার স্থাপনের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার কাজে নিয়জিত হলো। উল্লেখ্য রাজ্যের ৭১০ টি গ্রাম পঞ্চায়েতে কোনো ব্যাঙ্কেরই কোনো শাখা নেই। এমত অবস্থায় ঐসব অঞ্চলের মানুষজনকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। রাজ্যের পঞ্চায়েত অঞ্চলে বসবাসকারী সেইসব মানুষের অসুবিধা দূরীকরণের জন্যেই গ্রাম পঞ্চায়েতগুলিকে সমবায় ব্যাঙ্কের শাখা স্থাপনের নির্দেশ দেওয়া হলো। জানা যাচ্ছে এই সমবায় ব্যাঙ্ক স্থাপনের জন্যে সমবায় দফতর ৩৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আসন্ন স্থাপিত ব্যাঙ্কের শাখা গুলি থাকছে কোর ব্যাঙ্কিংএর ব্যবস্থা, একইসাথে থাকছে এটিএম পরিষেবাও । সমবায় দফতর সূত্রে জানা যাচ্ছে রাষ্ট্রায়ত্ত গুলিতে অ্যাকাউন্ট খোলার জন্যে বেশ কিছু পরিমান নগদ অর্থ গচ্ছিত রাখতে হয় কিন্তু এক্ষেত্রে কৃষকরা শূন্য ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, গ্রামীণ কৃষক ও গরিব মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী সর্বক্ষণই নানা রকম উন্নয়ন মূলক পরিকল্পনা করেন। রাজ্যের সমবায় ব্যাঙ্ক থেকে রাজ্যের কৃষকরা শুধুমাত্র কৃষিঋণ পান। অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কৃষকদের কৃষি ঋণ মঞ্জুর করেনা। এইসব দিক বিচার করেই মুখ্যমন্ত্রী রাজ্যে সমবায় ব্যাঙ্কের শাখা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। এছাড়াও রাজ্যের মন্ত্রী বললেন মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুসারে সমবায় ব্যাঙ্কের শাখাগুলি চালু হয়ে গেলে গ্রামীণ এলাকার প্রচুর মানুষ উপকৃত হবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!