এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার ‘চোখ তুলে’ নেওয়ার নিদান চরাম চরাম ‘গুরুর’

এবার ‘চোখ তুলে’ নেওয়ার নিদান চরাম চরাম ‘গুরুর’

বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল মানেই তীব্র বিতর্ক। তিনি মুখ খুলে ‘ডায়লগ’ দিলেই তা নিয়ে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। প্রথমবার বলেছিলেন পুলিশকে বোমা মারবেন, তারপরে এলো গুড়-বাতাসার নিদান বা তারও পরে চরাম চরাম বাদ্যি। আর মাত্র কদিন আগেই পুলিশকে ঘড়ি ধরে সময় বেঁধে দিয়ে বললেন জমি আন্দোলনকারীদের গ্রেফতার না করলে বাড়িঘর সব জ্বালিয়ে দেবেন বলে হুমকি দেন তিনি, সাথে থাকে আব্দুল মান্নান ও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মেরে হাত পা ভেঙ্গে ফেলে রাখার নিদান। তা নিয়ে কম জলঘোলা হয় নি রাজ্যজুড়ে।
আর তার রেশ মিটতে না মিটতেই শনিবার বীরভূমের মহম্মদবাজারে তৃণমূলের কর্মীসভায় আরও বিস্ফোরক তিনি, এবারের নিশানা বিরোধীরা। দলের কর্মীদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, (বিরোধীরা)চোখ রাঙালে চোখ তুলে নেবেন, অসুবিধে নেই, পাথরের চোখ লাগিয়ে দেবেন, অনেক পাথর আছে। তিনি আরও বলেন, কি করে পঞ্চায়েত ভোট করাতে হয় আপনারা জানেন, কোনো অংশে ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে অনুব্রতর এহেন ‘বাণী’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই ঘটনা সামনে আসতেই তা নিয়ে যথারীতি সরব বিরোধীরা। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অনুব্রতর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝতে পেরেই এমন কথা বলছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!