এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে চাকরি এবং ক্ষতিপূরণের ঘোষণা মমতার, জেনে নিন!

উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে চাকরি এবং ক্ষতিপূরণের ঘোষণা মমতার, জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সীমান্তে বিএসএফের গুলিতে মারা গিয়েছেন এক ব্যক্তি। আর এই পরিস্থিতিতে কোচবিহারের পর আলিপুরদুয়ারের সভা থেকে সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচনী প্রচার সভা হলেও যে মারা গিয়েছেন, তার পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি এবং দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিকে নির্বাচনের সময় এই ক্ষতিপূরণ ঘোষণা নিয়ে যাতে বিতর্ক না হয়, তার জন্য এটা রাজ্য সরকারের আগেকার সিদ্ধান্ত বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এদিন জলপাইগুড়ির সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিএসএফের গুলিতে যারা মারা গিয়েছেন, তাদের ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বিএসএফের গুলিতে যারা মারা গিয়েছেন, তাদের পরিবারে হোম গার্ডের চাকরি এবং দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা আমাদের আজকের সিদ্ধান্ত নয়, এটা আগেকার সিদ্ধান্ত। এটা আমাদের রাজ্য সরকার করে।”

একাংশের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে কিছুটা সচেতন ভূমিকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ নির্বাচন চলার সময় নতুন করে কিছু ঘোষণা করা যায় না। তাই বিএসএফের গুলিতে যারা মারা গিয়েছেন, তাদের সাহায্য প্রদানের কথা বললেও তা যে রাজ্য সরকারের আগেকার সিদ্ধান্ত, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!