মুখ্যমন্ত্রীর প্রিয় মন্ত্রীর তীব্র কটাক্ষের মুখে আরেক প্রিয় মন্ত্রী বিশেষ খবর রাজ্য November 19, 2017 তিন মাস হয়ে গেল কিন্তু অচলাবস্থা কাটেনি চন্দননগর কর্পোরেশনের। মেয়র রাম চক্রবর্তী পূরী যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় জখম হয়ে চিকিৎসাধীন। কিন্তু দলীয় অন্তর্দ্বন্দ্ব চরমে ওঠায় এর মধ্যেই বৃহস্পতিবার সমাধান সূত্র খুঁজতে বৈঠক করে তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস (ফিরহাদ হাকিমকে সরিয়ে সদ্য মুখ্যমন্ত্রী তাঁর ভরসার পাত্র অরূপবাবুকে এইপদে নিয়ে এসেছেন)। সেখানকার বেহাল অবস্থার জন্য অরূপবাবুর কাছে কার্যত ধমক খেতে হয় চন্দননগরের বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেনকে। পুরসভায় পূর্ত ও আবাসন বিভাগের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। রাত্রি আটটা থেকে দু ঘণ্টারও বেশি ঐ বৈঠক চলে। মেয়র সুস্থ হওয়া না পর্যন্ত আপাতত সবাইকে মিলেমিশে কাজ করার অনুরোধ করেন অরূপ বাবু। তবে সূত্র মারফত যা জানা যাচ্ছে, সকলের অভিযোগের তীর এক্ষেত্রে অরূপবাবুর সহকর্মী ইন্দ্রনীল সেনের দিকেই। বৈঠকে এই নিয়ে কথা না উঠলেও সকলের সামনেই ইন্দ্রনীল সেনকে কটাক্ষ করে সবাইকে একসঙ্গে চলার পরামর্শ দেন অরূপ বাবু, এমনকি ‘স্বচ্ছ সমান’ দৃষ্টিতে সকলকে দেখতে পাওয়ার জন্য ইন্দ্রনীল বাবুকে ‘চশমা বদলের’ কথাও তিনি বলেন বলে খবর। আপনার মতামত জানান -