এখন পড়ছেন
হোম > জাতীয় > নিয়মের গেরোয় পিএফের উপরেও দিতে হবে আয়কর, হতাশা তীব্র সাধারণ মানুষের

নিয়মের গেরোয় পিএফের উপরেও দিতে হবে আয়কর, হতাশা তীব্র সাধারণ মানুষের

অনেকেই জানতেন না যে ইপিএফের সুদ করযোগ্য । এবার তা স্পষ্ট করল ইনকাম ট্যাক্স অ্যাপলেট ট্রাইবুনাল (আইটিএটি)। সম্প্রতি একটি মামলার জানাতে গিয়ে আইটিএটির বেঙ্গালুরু বেঞ্চ জানায়, চাকরি ছাড়লেও ইপিএফ-এর জমা টাকা সুদের উপর দিতে হবে আয়কর। চাকরি ছাড়া বা অবসরের পর অনেকেরই ইপিএফ অ্যাকাউন্ট চালু থাকে। অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তুলে নেওয়া, তা ট্রান্সফার করা বা অন্য কোন সংস্থায় চাকরি পাওয়ার আগে পর্যন্ত সেই জমা টাকায় সুদও মেলে। অন্যদিকে, কোনো ব্যক্তি ৫৫ বছর বয়েসে অবসর নেওয়ার পর ওই অ্যাকাউন্টে টাকা রেখে দিলে অবসরের দিন থেকে তিন বছর ওই অ্যাকাউন্টে সুদ মিলবে না, তিন বছর পেরিয়ে যাওয়ার পর ওই অ্যাকাউন্ট বন্ধ বলে ধরা হবে ।
এই নিয়মের জন্যই বেঙ্গালুরুর এক সংস্থার এক কর্মী বেকায়দায় পড়েন । ওই সংস্থায় ২৬ বছর কাজ করার পর ২০০২ সালের ১লা এপ্রিল অবসর নেন তিনি। ওই সময় তাঁর অ্যাকাউন্টে ছিল ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা। ন’বছর পর ২০১১ সালের ১১ই এপ্রিল ওই অ্যাকাউন্ট থেকে উনি সুদে-আসলে ৮৭ লক্ষ টাকা পান। এর মধ্যে সুদ হিসেবে উনি ৪৪ লক্ষ ৭ হাজার টাকা পান। উনি ভেবেছিলেন ওই ৮৭ লক্ষ টাকা পুরোটায় আয়কর ছাড় পাবেন, তবে তা হয়নি। তিনি আইটিএটির বেঙ্গালুরু বেঞ্চের দ্বারস্থ হন, সেখানেই জানা যায় ওনার প্রাপ্ত ৮৭ লক্ষ টাকা আয়করমুক্ত নয়। আয়কর বিশেষজ্ঞর বলেন, চাকরি ছাড়ার বা অবসরের পর বহু মানুষ ইপিএফ অ্যাকাউন্ট চালু রাখেন, তাতে সুদও পান, তবে তার সাথে যে করের বোঝা চাপে সে বিষয়ে অনেকেই জানেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!