এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জেনে নিন কবে থেকে হতে চলেছেন ‘তীব্র শীতে’ কাবু

জেনে নিন কবে থেকে হতে চলেছেন ‘তীব্র শীতে’ কাবু


অপেক্ষার অবসান – বহু কাঙ্খিত শীত স্বমহিমায় পা রাখতে চলেছে বঙ্গে। আগামী দু তিন দিনের মধ্যেই নামতে চলেছে পারদ । এ বছরে প্রথমবারের জন্য তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রির নিচে । এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । ২১ নভেম্বর আন্দামান সাগরে নতুন নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আবহবিদরা জানিয়েছেন, উত্তর উড়িষ্যা, সংলগ্ন ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি দুর্বল নিম্নচাপ অবস্থান করলেও তাতে শীত আটকাবে না । শনিবার বিকেলে আকাশ পরিস্কার হবার পর রবিবার কোনো কোনো সময় আকাশ মেঘে ঢাকা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম । সোমবার আকাশ আরও পরিস্কার হলে ঠাণ্ডাও পড়বে । তবে জাঁকিয়ে শীত পড়তে দেরি আছে এখনও ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!