এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ছাপ্পার দৃশ্য আটকাতে বড় কেলেঙ্কারি, সিসিটিভি নিয়ে বোমা ফাটালেন শুভেন্দু!

ছাপ্পার দৃশ্য আটকাতে বড় কেলেঙ্কারি, সিসিটিভি নিয়ে বোমা ফাটালেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে যে ব্যাপক ছাপ্পা এবং মৃত্যু মিছিল হয়েছে, তা আর নতুন করে বলতে হবে না। যদিও বা এই কথা স্বীকার করতে নারাজ রাজ্যের শাসক দলের নেতারা এবং রাজ্য নির্বাচন কমিশন। তাদের দাবি, সম্পূর্ণ ভালোভাবেই হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। তবে তারা যে দাবিই করুন না কেন, পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পার যে সমস্ত নথি বিজেপির কাছে রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ছাপ্পা দেওয়ার সময় সেই দৃশ্য যাতে সিসিটিভিতে না ওঠে, তার জন্যও সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে এবার বড় কেলেঙ্কারি সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করলেন, প্রথম 2 থেকে 3 ঘণ্টা ফলস ভোটিং করার জন্য সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এদিন সাংবাদিক বৈঠক থেকে সিসিটিভি নিয়ে বড় কেলেঙ্কারি সামনে আনেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, “এরা সিসিটিভির মুখ ঘুরিয়ে দিয়েছে। প্রথম দুই তিন ঘণ্টা কোনো ভোটিং আপনি পাবেন না। যাতে সকলে ছাপ্পার দৃশ্য দেখতে না পারে, তার জন্য এই সিসিটিভি ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রচুর বুথে ছাপ্পা দেওয়া হয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারীর এই দাবি অত্যন্ত মারাত্মক। যদি সত্যি সত্যিই ছাপ্পার দৃশ্য না দেখানোর জন্য প্রথম দুই তিন ঘন্টা সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে রীতিমতো প্ল্যিনিং করেই যে ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা হয়েছে, তা পরিষ্কার। আর এর ফলে যে শাসক দল প্রবল গাড্ডায় পড়তে চলেছে, তা শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে দিয়ে আরও একবার স্পষ্ট হলো বলেই মনে করছেন একাংশ। সবমিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!