এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “খুনি মুখ্যমন্ত্রীর সর্বগ্রাশি ক্ষুধা” রক্তস্নাত পঞ্চায়েত নির্বাচন নিয়ে বেনজির আক্রমণ শুভেন্দুর!

“খুনি মুখ্যমন্ত্রীর সর্বগ্রাশি ক্ষুধা” রক্তস্নাত পঞ্চায়েত নির্বাচন নিয়ে বেনজির আক্রমণ শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এবারেও ব্যাপক মৃত্যু মিছিল দেখেছে রাজ্য। বিরোধীরা আশঙ্কা করেছিল, এবারের নির্বাচনে প্রচুর মানুষের মৃত্যু হবে। আর তেমনটাই হয়েছে। আর এই পরিস্থিতিতে ছাপ্পা, সন্ত্রাস করার পরেও বিরোধী নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রবণতা থামছে না। এমতাবস্থায় বিরোধী দলের নেতা হিসেবে এবার রীতিমত মুখ্যমন্ত্রীকে “খুনি” বলে সম্বোধন করলেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন বিজেপির রাজ্য দপ্তরের সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে যে পরিমাণ মৃত্যু মিছিল হয়েছে, তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য নির্বাচন কমিশনারের উদ্যোগে এত মানুষের প্রাণ চলে গেল। এখনও পর্যন্ত 41 জন মানুষ মারা গিয়েছেন। এতগুলো মানুষের মৃত্যু হলো শুধুমাত্র খুনি মুখ্যমন্ত্রীর সর্বগ্রাসী ক্ষুধার জন্য।”

পর্যবেক্ষকদের মতে, এবারের নির্বাচনে শুধু বিরোধী দলের নেতাকর্মীরা নন, খুন হয়েছেন তৃণমূলের নেতা কর্মীরাও। যার কারণে তৃণমূল প্রশ্ন তুলছে যে, তাদের দলের বেশি নেতা কর্মীরা খুন হয়েছে। কিন্তু যে দল ক্ষমতায় রয়েছে, সেই দল ক্ষমতায় থাকার পরেও তারা তাদের কর্মীদের সামান্য রক্ষা করতে পারছে না। তাহলে তারা কিসের শাসক দল! আর শাসক-বিরোধী বলে কথা নয়, একটা নির্বাচনকে কেন্দ্র করে কেন কোনো রাজনৈতিক কর্মীর মৃত্যু হবে! কেন এত সংঘর্ষ হবে! ক্ষমতা দখলকে কেন্দ্র করে কেন লড়াই সামাল দিতে পারবে না পুলিশ প্রশাসন! কেন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন কমিশনকে কড়া হাতে গোটা পরিস্থিতি দমন করতে বলার মত সাহস রাখলেন না রাজ্যের প্রশাসনিক প্রধান! বিরোধী দলনেতার বক্তব্যের পর এই সমস্ত প্রশ্নই তুলতে শুরু করেছে সমালোচক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!