এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েতে গণনার দিনেই কোর্টে খেলা জমাবে বিজেপি, পিসি-ভাইপোর ঘুম কাড়লেন শুভেন্দু!

পঞ্চায়েতে গণনার দিনেই কোর্টে খেলা জমাবে বিজেপি, পিসি-ভাইপোর ঘুম কাড়লেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের বিরোধী শক্তি হিসেবে বিজেপি যে চুপচাপ বসে থাকা বিরোধী দল নয়, তা বারবার বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এবার পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস এবং মৃত্যু মিছিলের পর সমস্ত তথ্য নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার সকাল থেকে পঞ্চায়েত নির্বাচনের গণনা প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে সেদিনই তৃণমূলের ঘুম কাড়তে এক হাজারের বেশি বুথে পুনঃনির্বাচনের দাবি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বুঝিয়ে দিলেন, রাজ্য নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে সংগঠিত করছে না। পুরো প্রক্রিয়াকে সংগঠিত করছে পিসি এবং ভাইপো।

প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। আর সেখানেই গণনার দিন বিজেপির পদক্ষেপ নিয়ে রীতিমতো তৃণমূলের ঘুম কেড়ে নেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমরা বিভিন্ন তথ্য জোগাড় করছি। বিভিন্ন ভিডিও সংগ্রহ করে আমরা সিডি তৈরি করছি। তা নিয়ে আমরা মঙ্গলবার দিন কলকাতা হাইকোর্টে যাব এবং সেখানে গিয়ে এক হাজারের বেশি বুথে পুনঃনির্বাচনের দাবি জানাব। এই পঞ্চায়েত নির্বাচন সরোজিনী নাইডুর অফিস থেকে পরিচালনা হচ্ছে না। তা পিসি এবং ভাইপোর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।”

বিশেষজ্ঞদের মতে, গণনার সময়ও তৃণমূল জয়লাভ করে যদি ভাবে পার পেয়ে যাবে, তাহলে তারা ভুল করছে। কারণ রাজ্যের বিরোধী দলের ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। আর সেই দলের নেতা শুভেন্দু অধিকারী। তাই ভোটের আগে থেকেই যে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, তৃণমূলকে তিনি ছেড়ে কথা বলবেন না, এবার কাজেও তার নমুনা দেখাতে শুরু করেছেন। গণনার দিনে তৃণমূল যদি জয়ের আনন্দে ভেসে সেলিব্রেশন করতে শুরু করে, তাহলে তাদের রাতের ঘুম কেড়ে নিতে সকাল থেকেই আদালতে পৌঁছে যাবে বিজেপি। বিজেপি প্রমাণ করে দেবে যে, এবারের নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়নি। তাই এখন থেকেই তথ্য তৈরি করে আগামীকাল গণনা প্রক্রিয়া শুরু হতে না হতেই আদালতে গিয়ে তৃণমূলের ঘুম কেড়ে নেওয়ার জন্য তৈরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্তত তার বক্তব্যের মধ্যে দিয়ে তেমনই ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!