এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিপুল জয়ের পরেও বিধায়কের বাণে বিপর্যস্ত মমতা, চরম অস্বস্তি শাসক দলে!

বিপুল জয়ের পরেও বিধায়কের বাণে বিপর্যস্ত মমতা, চরম অস্বস্তি শাসক দলে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একের পরে খুন হয়েছে বাংলায় বিভিন্ন জেলায় অশান্তির ঘটনার সামনে এসেছে। আর তারপরেও শাসক দল দাবি করছে, শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেস নাকি এবার জয়লাভ করেছে। শুধু নির্বাচন নয়, গণনাতেও বিরোধী প্রার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আর এই পরিস্থিতিতে জয়ের আনন্দে তৃণমূল মেতে উঠলেও নেত্রী তথা মুখ্যমন্ত্রীর অস্বস্তি বাড়িয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তার প্রশ্ন, কেন এত জয়ের পরেও এত খুন হল রাজ্যে!

প্রসঙ্গত, এদিন নির্বাচনী জয়ের আনন্দে তৃণমূল মেতে উঠলেও, দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “দিদি আজকে মুখ্যমন্ত্রী, দিদি আজকে পুলিশ মন্ত্রী। তারপরেও কেন এত মানুষের খুন হল? কেন মুর্শিদাবাদে প্রচুর মানুষ মারা গেলেন! প্রচুর বাইক পুড়িয়ে দেওয়া হলো। তাই এই নির্বাচনকে তো শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন বলা যাবে না।”

বিশেষজ্ঞদের মতে, এরপরেও কি বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না তৃনমূলের! ভোটে কারচুপি তো হয়েছেই। একটি নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর মানুষের মৃত্যু তো হয়েছেই। কিন্তু তারপরেও শান্তি হয়নি। গণনা কেন্দ্রেও কারচুপি করে বিরোধী প্রার্থীদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগটা স্বাভাবিক হিসেবে মনে করা হলেও, যেভাবে তৃণমূলের বিধায়ক অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে সহমত পোষণ না করে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই অভিযোগের আঙ্গুল তুললেন, তাতে হুমায়ুনবাবুর এই মন্তব্য অক্সিজেন পাইয়ে দিল বিরোধী শিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!