এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের গণনাতেও শাসকের চরম প্রহসন, জোর করে হারানো হলো বিজেপিকে!

ভোটের গণনাতেও শাসকের চরম প্রহসন, জোর করে হারানো হলো বিজেপিকে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রথম থেকে প্রহসনের বিষয়ে তুলে ধরে কটাক্ষ করেছে বিজেপি। তবে তারপরেও তারা চরমভাবে শাসকের বিরুদ্ধে লড়াই দিতে শুরু করেছিল। মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে ভোটের দিন লড়াই দিয়ে তৃণমূলের ঘাম ছুটিয়ে দিয়েছিল গেরুয়া শিবির। তবে এবার কি গণনার সময় কারচুপি করে জোর করে হারিয়ে দেওয়া হল বিজেপি প্রার্থীদের! ইতিমধ্যেই সেই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তার দাবি, অনেক কেন্দ্রে ট্রাই হয়ে গিয়েছে। আর সেই সময় টস করে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টিকে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “বিভিন্ন জায়গায় গণনায় কারচুপি করা হয়েছে। ভোট লুট করতে পারেনি। তাই গণনার সময় লুট করে জোর করে তৃণমূল কংগ্রেস জেতার চেষ্টা করেছে। অনেক কেন্দ্রে আমরা ট্রাই হয়ে গিয়েছি। আর সেই সময় টস করে তৃণমূলকে জিতিয়ে দেওয়া হয়েছে। এভাবে গণনাতেও এবার লুট করেছে তৃণমূল কংগ্রেস।”

বলা বাহুল্য, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গাতেই বিজেপি। এবার চরম টেক্কা দিয়েছে কিন্তু তারপরেও গণনা কেন্দ্রে কারচুপি করার অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, কোনো কিছু করেই যখন তৃণমূল জয়লাভ করতে পারছে না, তখন গণনা কেন্দ্রে কৌশলগতভাবে বিজেপিকে হারিয়ে দেওয়া হচ্ছে। এবার সেই তথ্য তুলে ধরেই তৃণমূলকে চরম চাপের মুখে ফেলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!