এখন পড়ছেন
হোম > জাতীয় > আরএসএসকে বড় স্বীকৃতি নোবেলজয়ী সমাজকর্মী কৈলাস সত্যার্থীর

আরএসএসকে বড় স্বীকৃতি নোবেলজয়ী সমাজকর্মী কৈলাস সত্যার্থীর


এবার আরএসএসের প্রশংসায় পঞ্চমুখ নোবেলজয়ী সমাজকর্মী কৈলাশ সত্যার্থী। নাগপুরে আরএসএসের বিজয়া দশমী অনুষ্ঠান উপলক্ষ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই বক্তব্য রাখার সময় প্রসঙ্গে টানলেন দেশের সাম্প্রতিক শিশু বিশেষ করে কন্যা সন্তানদের সুরক্ষা ব্যবস্থার ক্রমাগত অবনতির দিকটা। পাশাপাশি বর্তমান সময়ের প্রেক্ষিতে নারীরা যেভাবে হেনস্তার শিকার হচ্ছে তা নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করলেন তিনি। আর এই সমস্যা মোকাবিলায় সঙ্ঘের ভূমিকা যে কতোটা গুরুত্বপূর্ণ সেটাও ব্যাখ্যা করলেন নিজস্ব ভঙ্গিতে।

জানালেন,দেশের শিশু এবং কন্যা সন্তানদের নিরাপত্তা দানে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে একমাত্র রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শাখাগুলো। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরএসএসের শাখা। এগুলোই দেশের শিশু এবং বিশেষ করে কন্যাসন্তানদের নিরাপত্তার দিকে সবথেকে বেশি নজরদারি করছে। কন্যা সন্তানদের যাতে লাঞ্ছনার শিকার না হয়, তার জন্য বিশেষভাবে সতর্ক রয়েছে আরএসএসের শাখাগুলো। সঙ্গে জুড়ে আরো জানালোন, ভারত হাজারো সমস্যার দেশ হলেও সমস্যা সমাধানের দেশও। সেটা মাথায় রেখেই যুব সম্প্রদায়কে অনুরোধ জানালেন দেশের ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষা দেওয়ার মহান কর্মযজ্ঞে এগিয়ে আসতে। কারণ ভবিষ্যত নিরাপদ হলেই তবেই দেশের উন্নয়ন সম্ভব। তাই দেশের স্বার্থে দশের প্রয়োজনে যুব সম্প্রদায়কে আগামী প্রজন্মকে নিরাপত্তা দিতে সুরক্ষাকবচ হয়ে দাঁড়াতে আহ্বান জানালেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

একইসঙ্গে উল্লেখ করলেন বর্তমান নারী হেনস্থার বিষয়টি। প্রতিবাদ,প্রতিরোধ যতোই হোক না কেন এই সমস্যার মুক্তি মিলছে না কিছুতেই। অপরাধীর হাত দিন দিন লম্বা হচ্ছে। আর সবথেকে বিষ্ময়ের ব্যাপার এটাই, দেশের মহিলারা সবথেকে বেশি অত্যাচারিত হচ্ছেন তাঁদর কাজের জায়গা এবং পরিবারে থেকেই। অর্থাৎ আপনজনদের মাঝেই নিরাপদ নয় একবিংশ শতকের নারীরা। এ বড় লজ্জার! এবং এটাকে অশুভ ইঙ্গিত বলেও ব্যাখ্যা করলেন তিনি। এবং এটাও জানালেন, মানুষ সামনে দাঁড়িয়ে থেকে মুখে কুলুপ এঁটে অন্যায় দেখছে,প্রতিবাদ করছে না। এ সামাজিক অবক্ষয় দেখে রীতিমতো উদ্বেগপ্রকাশ করলেন নোবলেজয়ী এই সমাজসেবী। তবে কৈলাশ সত্যার্থীর মতো একজন ব্যক্তিত্বের কাছ থেকে নারী এবং কন্যা সন্তান নিরাপত্তা বিষয়ে বড় স্বীকৃতি পেয়ে আপ্লুত আরএসএস কর্তারা। লোকসভা ভোটের আগে এটা সঙ্ঘের ভাবমূর্তিকে আরো নিষ্কলুষ করতে বেশ গুরুত্ববহ হয়ে উঠল, তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!