এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার জয় বাংলা জয় হিন্দ বলতে হবে, দাবি তৃণমূল ছাত্র পরিষদের

এবার জয় বাংলা জয় হিন্দ বলতে হবে, দাবি তৃণমূল ছাত্র পরিষদের


অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজে।কলেজ চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং কলেজের নানা সমস্যা নিয়ে অধ্যক্ষের কাছে এভিবিপির সদস্যরা ষোলো দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে বচসা বাধে।

কলেজে গেটের সামনে পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূলের ছাত্র পরিষদ।টিএমসিপির তরফে স্লোগান ওঠে “এভিবিপি-র চামড়া গুটিয়ে নেবো আমরা “। বালুরঘাট ইউনিট এর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রোহন চক্রবর্তী জানান, “এভিবিপ-র দুষ্কৃতীরা কলেজে এসে অশান্ত পরিবেশ গড়ে তুলতে চাইছে| ‘জয় শ্রীরাম ‘ স্লোগানের রাজনীতি আর চলবে না।এবার ‘জয় বাংলা, জয় হিন্দ ‘বলতে হবে।বাংলায় থেকে এই বাংলাকে অসম্মান করা যাবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অপরদিকে এভিবিপি-র সদস্যা সংগীতা চট্টোপাধ্যায় -এর পাল্টা দাবি, “কলেজে তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে দুর্নীতি ও সমাজবিরোধী কাজ করছে তা আমরা অধ্যক্ষকে জানিয়েছি ।কলেজে তৃণমূল ছাত্র পরিষদের অস্তিত্ব না থাকায় তারা বহিরাগতদের নিয়ে এসে আমাদের আটকানোর চেষ্টা করছে “।

তবে কলেজ চত্বরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা জন্য আগে থেকে পুলিশ বাহিনী মোতায়েন ছিল |উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী। শেষপর্যন্ত অবশ্য পুলিশি পাহারা নিয়ে এভিবিপি-র তিনজন প্রতিনিধি গত সোমবার তাদের স্মারকলিপি অধ্যক্ষের কাছে গিয়ে জমা দেয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!