এখন পড়ছেন
হোম > রাজ্য > উদ্ধার ‘পদ্মতে’ ছাপ দেওয়া প্রচুর ব্যালট পেপার, পুনর্নির্বাচনের দাবিতে কমিশনে বিজেপি

উদ্ধার ‘পদ্মতে’ ছাপ দেওয়া প্রচুর ব্যালট পেপার, পুনর্নির্বাচনের দাবিতে কমিশনে বিজেপি


সোমবার পশ্চিম মেদিনীপুরের দু’টি জেলা পরিষদ ও তিনটি গ্রাম পঞ্চায়েত আসনে পুনরায় নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালো বিজেপি। এদিন ঐ  পাঁচ আসনের মহিলা প্রার্থীরা কমিশনের দফতরে এক গোছা ব্যালট পেপারও জমা দিলেন। বিজেপির পাঁচ প্রার্থীর মধ্যে জেলা পরিষদের দুই প্রার্থী পুষ্পলতা দাস, বীনাপাণী দাস এবং পঞ্চায়েত সমিতির তিনজন সুস্মিতা শীল, মিঠু ঘোষ ও মালতি নায়েক অভিযোগের সুরেই এদিন বললেন তাঁরা জয়ী হওয়া সত্ত্বেও তাঁদেরকে সার্টিফিকেট না দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী ঘোষণা করে দেওয়া হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 তাঁদের কথা অনুয়ারী কেশিয়ারি, গোয়ালতোড় সহ বেশ কয়েকটি এলাকা থেকে অনেক ব্যালট পেপার উদ্ধার হয়েছে যেখানে বিজেপি প্রার্থীকে মনোনীত করা হয়েছে বলে দেখা গিয়েছে। উদ্ধার হওয়া ঐসব ব্যলাট পেপারই এদিন কমিশনের দফতরে জমা দেন অভিযোগকারী ঐ পাঁচ বিজেপি প্রার্থী। এদিন জেলা পরিষদের প্রার্থী পুষ্পলতা দাস বললেন, ”আমরা বিডিওর কাছে পুনরায় নির্বাচনর দাবি জানিয়েছিলাম। কিন্তু বিডিও আমাদের দাবি মানেননি। তাই আমরা কমিশনের দ্বারস্থ হয়েছি।” এদিন কমিশনের ফরতর থেকে বেরিয়ে তিনি বললেন কমিশন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!