এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়তেই বিক্ষুব্ধ নেতাদের মান ভাঙ্গানো শুরু।

শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়তেই বিক্ষুব্ধ নেতাদের মান ভাঙ্গানো শুরু।


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবার পর দলের ক্ষুব্ধ নেতাদের মান ভাঙানোর চেষ্টা শুরু হলো তৃণমূলে। এদিকে মালদহ জেলার কোর কমিটির নেতা-নেত্রীদের কাল কলকাতায় জরুরি তলব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নেতা-নেত্রীদের মধ্যে অনেকেই আছেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্ষিয়ান তৃণমূল নেতা আশিস দত্ত দলের প্রতি ক্ষুব্ধ। এবার তাঁকে শান্ত করতে এগিয়ে এলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। ফোন করে এই তৃণমূল নেতাকে দলে থাকার জন্য বিশেষ অনুরোধ জানালেন তিনি।

প্রসঙ্গত গত বুধবার আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও সেইসঙ্গে আলিপুরদুয়ার তৃণমূল জেলা কমিটির সহ-সভাপতি আশিস দত্ত দলের প্রতি ক্ষুব্ধ হয়ে দল ছেড়ে দেবার কথা জানিয়েছিলেন। দলের নতুন জেলা কমিটি গঠনের পরই দলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তিনি অভিযোগ করেছিলেন যে, তাঁকে দলে কোনো গুরুত্ব দেয়া হচ্ছে না। অযোগ্য ব্যক্তিদের দলে পদ দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দল ত্যাগের কথা জানিয়েছিলেন তিনি।

এরপর গতকাল বৃহস্পতিবার রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব তৃণমূল নেতা আশিস দত্তকে ফোন করেছিলে। আজ শুক্রবার তাঁকে আবার ফোন করে দলে থাকার অনুরোধ জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তবে, আশিস দত্ত এখনো তার সিদ্ধান্তে অনড় রয়েছেন। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, আজ শুক্রবার তাঁকে গৌতম দেব ফোন করেছিলেন। তাঁকে দলে থেকে যেতে বিশেষভাবে অনুরোধ করেছেন। কিন্তু দলের কাছে যেভাবে তিনি অপদস্থ হচ্ছেন, সে কারণে তার পক্ষে দলে থাকা অসম্ভব হয়ে উঠছে। ভবিষ্যতে তিনি কি করতে চলেছেন? তা আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার করে দেবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ শুক্রবার ক্ষুব্ধ তৃণমূল নেতা আশিস দত্তের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী। তবে তিনি তাঁর মন তেমন গলাতে পারেননি বলেই সূত্রের খবর। এ প্রসঙ্গে মৃদুল গোস্বামী জানিয়েছেন, ” আশিস দত্ত তৃণমূল দলের পক্ষ থেকে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন। আমরা আমাদের দলের কাউকে ছাড়া দল পরিচালনা করতে চাই না। সকলকে নিয়ে চলতে চাই। আমি আশিস দত্তর সঙ্গে আবার কথা বলব।”

এদিকে আগামী ৩০ সে নভেম্বর তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আলিপুরদুয়ার শহরের রবীন্দ্রভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে। এই বৈঠকে তৃণমূলের ৭০ জন জেলা কমিটির সদস্য উপস্থিত হওয়ার কথা আছে। তবে দলের প্রতি ক্ষুব্ধ তৃণমূল নেতা আশিস দত্ত এ বৈঠকে যাবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন।

এরপর আগামী ৪ ঠা ডিসেম্বর আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকে তৃণমূলের জনসভা হতে চলেছে। এই জনসভায় রাজ্যের আইন মন্ত্রি মলয় ঘটকের উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে। তবে জেলায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব চাপে রেখেছে শাসকদল তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। তৃণমূল দলের অপর এক ক্ষুব্ধ সহ সভাপতি বাপ্পা মজুমদার জানালেন যে, তাঁরা শুভেন্দু অধিকারীর বার্তার জন্য অপেক্ষা করছেন। তিনি কি করবেন, তা দেখেই তাঁরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এভাবেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে শাসকদলের চিন্তা শতগুণে বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আর এদিকে দলের ফাটল মেরামতে সচেষ্ট হলেন দলের একাধিক শীর্ষস্থানীয়।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!