এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারী মন্ত্রিত্বে ইস্তফার পরেই কলকাতায় অভিষেকের জরুরি তলব জেলার নেতা নেত্রীদের

শুভেন্দু অধিকারী মন্ত্রিত্বে ইস্তফার পরেই কলকাতায় অভিষেকের জরুরি তলব জেলার নেতা নেত্রীদের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়ে দিতে পারেন এমন একটা কানাঘুসো প্রায় এক মাস ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে আজ মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। আজ সকালে তিনি রাজ্য সরকারের দেওয়া জেড ক্যাটাগরির নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। সেই সঙ্গে নিজের পাইলট কার, এসকর্ট কারও ছেড়ে দিয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র পাঠালেন তিনি। যেখানে তিনি পরিষ্কারভাবে জানালেন যে, সমস্ত পদ থেকে তিনি পদত্যাগ করছেন। সেই সঙ্গে তাঁর পদত্যাগ পত্রের কপি ইমেইল করে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালকে। রাজ্যপাল তাঁর পদত্যাগ পত্র প্রাপ্তির কথা জানিয়েছেন।

শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতায় জরুরি তলব করা হলো মালদহের একাধিক তৃণমূল নেতা-নেত্রীকে। মালদহ জেলা তৃণমূল সূত্র থেকে জানা গেছে যে, তৃণমূলের কোর কমিটির নেতা-নেত্রীদের জরুরি তলব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সরাসরিভাবে জেলার কোন নেতা-নেত্রী এ বিষয়ে কোনো বক্তব্য রাখেন নি। তবে, জেলার জনৈক শীর্ষ তৃণমূল নেতা জানিয়েছেন যে, আগামীকাল রবিবার কলকাতায় বৈঠক করতে যাচ্ছেন তাঁরা।

মালদহ জেলা তৃণমূলের কোর কমিটির নেতা-নেত্রীদের তলব করা হয়েছে কলকাতায়। মালদহ জেলার তৃণমূলের কোর কমিটিতে আছেন আটজন নেতা-নেত্রী। যাঁরা হলেন মালদহ জেলা তৃণমূল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর, জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, প্রাক্তন দুই মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, তিন জন কো-অর্ডিনেটর দুলালচন্দ্র সরকার, অম্লান ভাদুরী ও মানব বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। নিজের নাম গোপন রেখেই জনৈক তৃণমূল নেতা জানালেন যে, কোর কমিটির সকলকেই তলব করা হয়েছে কলকাতায়। যে কারণে আগামীকাল শনিবার তারা কলকাতায় যাচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত মালদহ জেলার তৃণমূল এর কোর কমিটির নেতাদের মধ্যে বেশ কয়েকজন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত আছেন। কংগ্রেস ছেড়ে একসময় তৃণমূলে যোগদান করেছিলেন মৌসুম নূর। তাঁর তৃণমূলে যোগদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হলেন প্রাক্তন যুব সভাপতি অম্লান ভাদুড়ি। আবার, মালদহ জেলা পরিষদ তাঁর চেষ্টাতেই তৃণমূলের হাতে এসেছিল।সে সময় শুভেন্দু অধিকারী ছিলেন মালদহ জেলা তৃণমূলের পর্যবেক্ষক।

এদিকে আগামীকাল দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁর বিজেপিতে যোগাযোগের জল্পনা ছড়িয়েছে। এই পরিপ্রেক্ষিতে তাঁর মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ার পর মালদহ জেলার নেতাদের মনোভাব বুঝতে তাদেরকে জরুরি তলব করা হয়েছে কলকাতায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে? তা নিয়ে অবশ্য কোনো বক্তব্য রাখেন নি জেলার কোন নেতা-নেত্রী। বস্তুত, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে শাসকদল তৃণমূলের সংশয় অনেকাংশে বাড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!