এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘বেআইনি’ পদক্ষেপে আইনি নোটিশ! বড়সড় ধাক্কা অভিষেক ব্যানার্জি ও তাঁর সংগঠনের? বাড়ছে জল্পনা

‘বেআইনি’ পদক্ষেপে আইনি নোটিশ! বড়সড় ধাক্কা অভিষেক ব্যানার্জি ও তাঁর সংগঠনের? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বড় সাধ করে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবসমাজকে শক্তিশালী করতে নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। যার নাম দিয়েছেন “বাংলার যুবশক্তি”। আর তৃণমূলের এই নতুন সংগঠন তৈরির পেছনে প্রশান্ত কিশোরের মস্তিষ্ক রয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও বা এই বিষয় এখানে আলোচ্য নয়। “বাংলার যুবশক্তি” নাম দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যুব সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করলেও, এবার এই নাম নিয়েই চরম বিপাকে পড়ল তৃনমূল কংগ্রেস।

ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে তৃণমূলের এই উদ্যোগকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে‌। আর এবার সেই সমস্ত কিছুকে টপতে গিয়ে তৃণমূলের “বাংলার যুবশক্তি” নাম নিয়ে যুব তৃণমূল কংগ্রেসকে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। কিন্তু হঠাৎ সিপিএমের পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হল কেন?

জানা যাচ্ছে, বিগত 53 বছর ধরে সিপিএমের যুব সংগঠনের পক্ষ থেকে “যুবশক্তি” নামে একটি পত্রিকা চালানো হচ্ছে। ফলে তৃণমূলের পক্ষ থেকে তাদের নতুন কর্মসূচি “বাংলার যুবশক্তি” নাম ব্যবহার করা হয় তাকে বেআইনি বলে দাবি করে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে। আর এতদিন রাজনৈতিক কটাক্ষে তৃণমূল কংগ্রেস বিদ্ধ হলেও, এবার নাম চুরি করা নিয়ে যেভাবে সিপিএমের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হল, তাতে তৃণমূল বড়সড় অস্বস্তিতে পড়তে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদ্বীপ মিত্র বলেন, “তৃণমূল 2021 সালের বিধানসভা নির্বাচনের জন্য তাদের মত করে প্রচার করতেই পারে। কিন্তু আমাদের পত্রিকার নাম বেআইনিভাবে ব্যবহার করে যুব তৃণমূল একটি পোর্টাল চালু করেছে। এই নাম দিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তাই আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।” কিন্তু কেন এভাবে কোনো একটি সংগঠনের নাম নিয়ে তৃণমূলের পক্ষ থেকে সেই নাম দেওয়া হল! এটা তো সত্যিই বেআইনি ঘটনা!

এদিন এই প্রসঙ্গে এক তৃণমূল নেতা বলেন, “সিপিএমের সাংগঠনিক শক্তি এখন তলানীতে। আইনি বিতর্ক তৈরি করতে চাইলে আইনের পথেই তার জবাব দেওয়া হবে।” বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বাংলা যুবশক্তি নামে এই কর্মসূচি চালু করতে উদ্যোগী হয়েছে। কিন্তু যেভাবে সিপিএমের যুব সংগঠনের পক্ষ থেকে তাকে আইনিভাবে বিদ্ধ করার উদ্যোগ নেওয়া হল, তাতে তৃণমূল ক্রমশ চাপে পড়বে বলেই মত বিশেষজ্ঞদের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!