এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রকাশিত হল ত্রিপুরা বিধানসভায় বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা

প্রকাশিত হল ত্রিপুরা বিধানসভায় বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা


প্রকাশিত হল ত্রিপুরা বিধানসভায় বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা, কয়েকটি আসনে এখনো প্রার্থীমুখ ঠিক হয় নি বলে বিজেপি সূত্রে জানা গেছে। প্রসঙ্গত বিজেপি জোটসঙ্গীকে ৯ তো আসন ছেড়ে নিজেরা মোট ৫১ টি আসনে ত্রিপুরায় লড়তে চলেছে।

২. মোহনপুর – রতন লাল নাথ
৩. বামুটিয়া (এস টি) – কৃষ্ণ ধন দাস
৪. বড়জলা (এস সি) – ডঃ দিলীপ দাস
৬. আগরতলা – সুদীপ রয় বর্মন
৭. রামনগর – সুরজিৎ দত্ত
৮. বড়দোয়ালী টাউন – আশীষ কুমার সাহা
৯. বনমালীপুর – বিপ্লব কুমার দেব
১০. মজলিশপুর – সুশান্ত চৌধুরী
১৩. প্রতাপগড় (এস সি) – রেবতী মোহন দাস
১৪. বাধারঘাট (এস সি) – দিলীপ সরকার
১৬. বিশালগড় – নিতাই চৌধুরী
১৭. গোলাঘাটি (এস টি) – বীরেন্দ্র কিশোর দেববর্মা
১৯. চড়িলাম (এস টি) – কুমার জিষ্ণু দেববর্মা
২১. নলছড় (এস সি) – সুভাষ চন্দ্র দাস
২২. সোনামুড়া – সুবল ভৌমিক
২৩. ধনপুর – প্রতিমা ভৌমিক
২৫. খোয়াই – অমিত রক্ষিত
২৭. কল্যাণপুর-প্রমোদনগর – পিনাকী দাস চৌধুরী
২৮. তেলিয়ামুড়া (এস সি) – কল্যাণ রায়
৩০. বাগমা (এস টি) – রামপদ জামাতিয়া
৩১. রাধাকিশোরপুর – প্রাণজিৎ সিংহরায়
৩২. মাতাবাড়ি – বিপ্লব কুমার ঘোষ
৩৩. কাকড়াবন-শালগড়া (এস সি) – জিতেন মজুমদার
৩৪. রাজনগর (এস সি) – বিভীষণ চন্দ্র দাস
৩৫. বিলোনীয়া – অরুন চন্দ্র ভৌমিক
৩৬. শান্তিরবাজার (এস টি) – প্রমোদ রিয়াং
৩৭. ঋষ্যমুখ – অশেষ বৈদ্য
৩৮. জোলাইবাড়ী (এস টি) – অঙ্কমোগ চৌধুরী
৪০. সাবরুম – শঙ্কর রায়
৪২. অমরপুর – রঞ্জিত দাস
৪৩. করবুক (এস টি) – বুড়বু মোহন ত্রিপুরা
৪৫. কমলপুর – মনোজ কান্তি দেব
৪৬. সুরমা (এস সি) – আশীষ দাস
৪৭. আমবাসা (এস টি) – পরিমল দেববর্মা
৪৮. করমছড়া (এস টি) – দিবাচন্দ্র রানখওয়াল
৪৯. ছামনু (এস টি) – শম্ভুলাল চাকমা
৫০. পাবিয়াছড়া (এস সি) – ভগবান দাস
৫১. ফটিকরায় (এস সি) – সুধাংশু দাস
৫২. চন্ডীপুর – কাবেরী সিনহা
৫৩. কৈলাসহর – নীতিশ দাস
৫৫. বাগবাসা – প্রদীপ দেবনাথ
৫৬. ধর্মনগর – বিশ্ববন্ধু সেন
৫৮. পানিসাগর – বিনয় ভূষণ দাস
৫৯. পেচারথল (এস টি) – শান্তনা চাকমা

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!