এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদির চাপ বাড়িয়ে এবার সর্বভারতীয় প্রতিবাদের জন্য দিল্লি চলো অভিযান

মোদির চাপ বাড়িয়ে এবার সর্বভারতীয় প্রতিবাদের জন্য দিল্লি চলো অভিযান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটা কৃষি বিল পাস করা হয়েছে সংসদে। যা বর্তমানে আইনে পরিণত হয়েছে। আর সেই বিলের বিরুদ্ধেই এবার দেশজুড়ে নিজেদের প্রতিবাদ আন্দোলন বাড়িয়ে দিতে শুরু করেছে বিরোধীরা। যা ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকারের রাতের ঘুম কেড়ে নিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন রাজ্যে যে সমস্ত বিজেপি বিরোধী সরকার আছে সেই সমস্ত সরকার এবং দলের পক্ষ থেকে এই ব্যাপারে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আন্দোলনে নামার কৌশল নেওয়া হয়েছে। আর এবার কেন্দ্রের কৃষি আইনকে কৃষক বিরোধী তকমা দিয়ে দিল্লি অভিযান কর্মসূচি গ্রহণ করা হল।

প্রসঙ্গত উল্লেখ্য, সংসদে কৃষি বিল উত্থাপনের সময় থেকেই বিভিন্ন জায়গায় কৃষকরা তাদের প্রতিবাদ করতে শুরু করেছে। এমনকি বিজেপির সরকার ছেড়ে বেরিয়ে এসেছে তাদের জোট সঙ্গী শিরোমণি অকালি দল। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে কৃষি বিলকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, তাতে বিজেপি সরকারের অস্বস্তি ক্রমশই বাড়তে শুরু করেছিল।

আর এই অবস্থায় সর্বভারতীয় ক্ষেত্রে সেই কৃষি বিলের প্রতিবাদ করতে সারা ভারত কৃষক সংঘর্ষ সমিতির নেতারা সিদ্ধান্ত নিয়েছেন যে, আগামী 26 এবং 27 নভেম্বর “দিল্লি চলো” অভিযান করা হবে। যেখানে গোটা দেশের কৃষকরা দিল্লিতে সমবেত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন বলে খবর। এছাড়াও এই কৃষি আইনের বিরোধিতার কর্মসূচি হিসেবে দেশজুড়ে নানা জায়গায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে পাঞ্জাবের রেল রোকো আন্দোলন। অন্যদিকে আগামী 14 অক্টোবর ন্যূনতম মূল্য সংগ্রহ দিবস হিসেবে পালন করা হবে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কৃষি আইনের বিরোধিতার অঙ্গ হিসেবে যেভাবে “দিল্লি চলো” অভিযানের ডাক দিয়েছে কৃষক সংগঠন সমিতি, তাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, 250 টি সংগঠন নিয়ে গড়ে উঠেছে এই কৃষক সংঘর্ষ সমিতির যখন কেন্দ্রের পক্ষ থেকে কৃষি বিলের জন্য অর্ডিন্যান্স আনা হয়, ঠিক তখন থেকেই কৃষকরা তাদের প্রতিবাদ জানাতে শুরু করেন। গত 5 সেপ্টেম্বর প্রায় 10 হাজার জায়গায় এই কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ সংঘটিত হয়েছিল।

বিশ্লেষকদের একাংশ বলছেন, সামনেই একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। যেখানে বিজেপি ভালো ফল করতে কার্যত মরিয়া হয়ে উঠেছে। তাই এই পরিস্থিতিতে কৃষি বিলের মধ্যে দিয়ে যদি বিজেপির বিড়ম্বনা বৃদ্ধি পায় এবং কৃষকরা যদি ঐক্যবদ্ধ হয়ে দিল্লি চলো অভিযানকে সার্থক রূপ দিতে পারে, তাহলে গেরুয়া শিবির অনেকটাই বিপাকে পড়ে যাবে। স্বভাবতই কৃষি বিল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলোর গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিবাদ কেন্দ্রীয় সরকারকে কতটা অস্বস্তিতে ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!