এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘যাঁরা বিজেপিকে সমর্থন করবেন তাঁদের পাশে দাঁড়াবো না।’ ভরা সভা থেকে হুমকি তৃণমূল প্রার্থীর

‘যাঁরা বিজেপিকে সমর্থন করবেন তাঁদের পাশে দাঁড়াবো না।’ ভরা সভা থেকে হুমকি তৃণমূল প্রার্থীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চৈত্রের উত্তাপের সাথেই ক্রমশ বেড়ে চলেছে বাংলার নির্বাচনী উত্তাপ। পাশাপাশি এই উত্তাপকে আরও বাড়িয়ে দিতে আসরে নেমেছেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজ্যজুড়ে এখন চলছে নির্বাচনী প্রচারপর্ব। আর কয়েকদিন পরেই শুরু বিধানসভার প্রথম দফার ভোট। তবে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে বিতর্কিত কথাবার্তা।

 যেমন এদিন শোনা গিয়েছে, বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মুখে ‘যাঁরা বিজেপিকে সমর্থন করবেন তাঁদের পাশে দাঁড়াবো না।’। খুব স্বাভাবিকভাবেই তাঁর বক্তব্য নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর। মঙ্গলবার বর্ধমান দক্ষিণ কেন্দ্রের কাঞ্চননগরে একটি কর্মীসভায় উপস্থিত হন সেখানকার তৃণমূল প্রার্থী খোকন দাস।

অভিযোগ উঠেছে, ভরা মঞ্চে দাঁড়িয়ে তিনি সোজাসুজি ভোটারদের হুমকি দিয়েছেন। জানা গিয়েছে, তিনি বলেছেন যারা ভাবছেন বিজেপিকে ক্ষমতায় আনবেন, তাঁদের কোনো সুবিধা অসুবিধায় দল বা সরকার তাঁদের পাশে দাঁড়াবে না। অন্যদিকে জেলা বিজেপি নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁরা তৃণমূল প্রার্থী এমন কথা নিয়ে অবিলম্বে কমিশনের কাছে নালিশ জানাবেন। 

মঙ্গলবার বিকেলে বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মাঠে নির্বাচনী সভা ছিল তৃণমূলের। আর এই সভাতেই বক্তব্য রাখছিলেন এলাকার তৃণমূল প্রার্থী খোকন দাস। সেই সভা থেকেই বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল প্রার্থী বলে জানা গিয়েছে।

এদিন প্রকাশ্য সভা থেকে খোকন দাস বলেন, সারা বছর মানুষের পাশে থেকে বিপদে-আপদে যেভাবে তিনি কাজ করেন, সেখানে যদি খোকন দাসকে ভোট না দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া হয়, তাহলে যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে ভোটের পরে। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল প্রার্থীর এই কথার মধ্যে দিয়ে প্রচ্ছন্ন হুমকির সুর ভেসে আসছে বলে মনে করছেন বিরোধীরা।

 জানা গিয়েছে, খোকন দাস প্রশ্ন তুলেছেন, তৃণমূল আসার পর যেভাবে এলাকার উন্নয়ন হয়েছে, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন এলাকার মানুষ, তাঁরা কিভাবে তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছেন? স্বাভাবিকভাবেই তৃণমূল প্রার্থীর এই উক্তিতে রাজ্যজুড়ে উঠেছে বিতর্কের ঝড়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধীরা অভিযোগ করেছে, খোকন দাস সরাসরি বিজেপি কর্মীদের ছাড়াও ভোটারদেরও হুমকি এবং ভয় দেখিয়ে চলেছেন। বিষয়টি নিয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্যামল রায় জানিয়েছেন, তৃণমূল প্রার্থী খোকন দাসের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ আছেই। এবার ভোটারদের ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাওয়া হবে। 

পাশাপাশি তিনি বর্ধমান থানার আইসির বিরুদ্ধেও অভিযোগের আঞুল তোলেন শাসকদলের প্রার্থীর সাথে যোগাযোগ নিয়ে। একইসাথে শ্যামলবাবু আরো বলেন, এলাকার যাতে কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে নজর দেওয়া হবে।প্রসঙ্গত, রাজ্যের শাসক দল এবং সংযুক্ত মোর্চার প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি বর্ধমান দক্ষিণে। 

তাই প্রচারের দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে গেরুয়া শিবির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সেক্ষেত্রে যদি তৃণমূল প্রার্থীর নামে নির্বাচন কমিশনে নালিশ জানানোর পর কমিশন যদি শাস্তিমূলক কোনরকম ব্যবস্থা গ্রহণ করে, তাহলে কিন্তু বিপর্যয়ের মুখে পড়বে তৃণমূল শিবির। আপাতত আগামীতে কি হতে চলেছে সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!