কবিগুরুর জন্মদিনে বক্তা নন মমতা, বড় নির্দেশ নির্বাচন কমিশনের! জাতীয় রাজনীতি রাজ্য May 8, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-চলছে লোকসভার নির্বাচন। আর সেই কারণে পঁচিশে বৈশাখ রাজ্য সরকারের পক্ষ থেকে অনুষ্ঠিত হলেও সেখানে অতিথি হিসেবে থাকতে পারবেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অনুষ্ঠানে বক্তব্যও রাখতে পারবেন না তিনি। অন্তত নির্বাচন কমিশনের পক্ষ থেকে তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে পয়লা বৈশাখে বাংলা দিবসের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও সেখানে সরকারী আধিকারিকরা উপস্থিত ছিলেন। এক্ষেত্রেও কোনোরূপ রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। আর এক্ষেত্রেও রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজিত কবি গুরুর জন্মদিনে দর্শকাসনে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বক্তা হিসেবে অনুষ্ঠান মঞ্চে দেখা যাবে না তাকে। অন্তত নির্বাচনের কারণেই কমিশনের এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। আপনার মতামত জানান -