আজ মুকুলের সভা ঘিরে উত্তাল বীরভূম রাজ্য January 30, 2018 মুকুলের সভা ঘিরে আজ বীরভূম উত্তাল। অভিযোগ বিজেপির সভায় যোগ দিতে আসছিলেন বিজেপি কর্মীরা ,ও সমর্থকরা। আর সেবী সময় তৃণমূলের কর্মীরা তাদের মারধরে করে ও সভায় আস্তে বাধে দে বলে অভিযোগ উঠেছে। যা ঘিরে জানা গেছে সভা মঞ্চের অনুমতি না মেলায় মুকুলবাবু সভাতে যাচ্ছেন না। তিনি মূলত সিউড়িতে গিয়ে সাংবাদিক সম্মেলন করবে।জানা গেছে তিনি নাকি পুলিশ সুপারের কাছে গিয়েও অভিযোগ জানাবেন। আপনার মতামত জানান -