সভায় মানুষের প্রশ্নবানে অস্বস্তিতে পরে সভা ছাড়লেন তৃণমূল সংসদ রাজ্য January 30, 2018 প্রশ্ন উঠছে মানুষের মনে আর তাই তৃণমূলকে আরো সাবধান হতে হবে আর এই বার্তায় হয়তো পেলেন তৃণমূল সাংসদ। এদিন সাঁইথিয়া বিধানসভা এলাকার মাঠপলসা গ্রাম পঞ্চায়েতের রঙ্গাইপুর গ্রামে সভা করেন বীরভূমের সিউড়ির তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সভায় এলাকার সমস্যার কথা জানতে চান। আর এর পরেই নানা দাবি দাওয়ায় অভাব অভিযোগ উঠতে শুরু করে। সাধারণ মানুষের প্রশ্ন, আমাদের বাড়িতে শিক্ষিত ছেলেমেয়ে রয়েছে। তাদেরও স্বপ্ন থাকে চাকরি করে সংসার চালাবে। নিজের পায়ে দাঁড়াবে। মা বাবাকে দেখবে। কিন্তু সেটা হচ্ছে না। ঘুষ দিয়ে কেন চাকরি হচ্ছে তা জানতে চাই। পাশাপাশি সাংসদকে আর জানানো হয়, আপনার সাংসদ তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্স ব্যবহার হচ্ছে না। নষ্ট হচ্ছে। আবার কেউ কেউ জানান, সারদা এবং রোজ়ভ্যালির টাকা কি হল? জবাবে সাংসদের উত্তর, এটা মুখ্যমন্ত্রী দেখছেন দেখছি কেন পড়ে রয়েছে এর আগে কোনও সাংসদ এভাবে আপনাদের কাছে এসেছে? কেউ আপনাদের দাবি দাওয়া জানতে চেয়েছেন? এবার আপনারা বলুন আপনারা কি চান? আমার যতটুকু সম্ভব সেটা আমি করার চেষ্টা করব এই সব বলেছেন কিন্তু কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেন নি বলে অভিযোগ। শুধু তাই নয় প্রশ্নবাবে জর্জড়িত হয়ে সভা ছেড়ে চলে যেতে বাধ্য হন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ক্ষোভ বাড়ছে আর এবার সাবধান হতে হবে তৃণমূলকে নয়তো বিপদ বাড়তে পারে। আপনার মতামত জানান -