এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিজেপির মহিলা মন্ডল সভাপতির শ্লীলতাহানি করে গ্রেপ্তার দলেরই তিন কর্মী, অস্বস্তিতে গেরুয়া শিবির

বিজেপির মহিলা মন্ডল সভাপতির শ্লীলতাহানি করে গ্রেপ্তার দলেরই তিন কর্মী, অস্বস্তিতে গেরুয়া শিবির


রাজ্যজুড়ে, এখন দিকে দিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের খবর। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন চূড়ান্ত পর্যায়ে উঠেছে – যে তা নিয়ে প্রকাশ্যেই মুখ খুলে ভর্ৎসনা করতে বাধ্য হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের উদাহরণ সামনে তুলে গেরুয়া শিবির আক্রমণাত্মক প্রচার চালিয়ে যায় প্রায় সর্বদাই।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু, এবার সেই গেরুয়া শিবিরের অন্দরেই উঠল মারাত্মক গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। শুধু গোষ্ঠীদ্বন্দ্বই নয় – একই সাথে দলের মহিলা মন্ডল সভাপতির শ্লীলতাহানির অভিযোগও উঠল দলেরই তিন কর্মীর বিরুদ্ধে। অশোকনগর থানা এলাকার কল্যাণগড়ে ওই মহিলা মন্ডল সভাপতির সঙ্গে ‘ঝামেলা’ লাগে দলেরই তিন কর্মীর। এরপর, ওই নেত্রীর বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর ও শ্লীলতাহানি করেন ওই তিন কর্মী বলে জানা গেছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বিজেপি নেত্রী থানায় লিখিত অভিযোগ জানালে, পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে রাত্রেই অনিকেত দে, সৌরভ পাল ও বিশ্বজিৎ ঘড়াই নামে তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। এমনকি, বিজেপির স্থানীয় নেতারাও স্বীকার করে নিয়েছেন ধৃতরা দলেরই কর্মী – এমনকি সামগ্রিক ঘটনায় তীব্র নিন্দাও করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। সব মিলিয়ে দলেরই নেত্রীর শ্লীলতাহানির অভিযোগে দলেরই কর্মীরা গ্রেপ্তার হওয়ায় তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!