এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার পরিবারেও কি ফুটতে চলেছে পদ্ম? ভাই বাবুনের বিরাট পদক্ষেপ! গৃহযুদ্ধে তৃণমূল!

মমতার পরিবারেও কি ফুটতে চলেছে পদ্ম? ভাই বাবুনের বিরাট পদক্ষেপ! গৃহযুদ্ধে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। বিভিন্ন জায়গায় প্রার্থীদের মানতে না পেরে তৃণমূলের মধ্যে থেকেই বিক্ষোভ সংগঠিত হতে দেখা যাচ্ছে। তবে এটা কেউ কল্পনা করতে পারেনি যে, এই বিক্ষোভের আঁচ আছড়ে পড়বে, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ভেতরেও। যে তৃণমূল দল এবং বন্দ্যোপাধ্যায় পরিবারে শেষ কথা বলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পরিবারেও কি এবার বড়সড় রাজনৈতিক ফাটল দেখা দিতে চলেছে? বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই দিল্লি চলে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দোপাধ্যায়। এমনকি হাওড়াতে যে তৃণমূল প্রার্থী হয়েছেন, সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন বাবুনবাবু। আর তার ফলেই জল্পনা তৈরি হয়েছে যে, তিনি কি এবার তৃণমূল ত্যাগ করে সরাসরি পরিবারের ভেতরে অন্য কোনো প্রতীক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বৃদ্ধি করতে চলেছেন?

প্রসঙ্গত, হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তার দিদি তথা তৃণমূল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করলেও, তিনি নির্দল হিসেবেই হাওড়া লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন। অর্থাৎ তৃণমূল দলে কিন্তু কেউ আর কাউকে মানতে চাইছে না। একেবারে ব্যানার্জি পরিবারেই যখন দ্বন্দ্ব তৈরি হয়েছে, তখন বুঝতে হবে যে, মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলের দাপুটে নেতা এবং এই রাজ্যের পুলিশকে কেউ ভয় পায় না। আর এখন হয়ত নির্দলের টিকিটে দাঁড়ানোর কথা বলছেন মুখ্যমন্ত্রীর ভাই। কিন্তু ভবিষ্যতে সেই খেলা ঘুরে যেতে পারে। তিনি বিজেপিতে যাওয়ার রাস্তা খুঁজে এই নির্দলের টিকিট নিয়ে লড়াই করার কথা বলে নিজে নিজেই রনকৌশল তৈরি করে তৃণমূলকে একেবারে ব্যানার্জি পরিবার থেকেই উৎখাত করার পরিকল্পনা করে নিতে পারেন বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে বাবুন বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে, তিনি যতদিন দিদি আছেন, ততদিন তৃণমূল ছাড়বেন না। কিন্তু তার নিজের দিদি তৃণমূল দলের প্রধান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে লোকসভা ভোটের মত এত বড় ভোটে যেখানে হাওড়ার মত জায়গা, সেই হাওড়াতে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে একেবারে মুখ্যমন্ত্রীর ভাই যদি নির্দলের টিকিট নিয়েও দাঁড়ান, তাহলেও তো সেটা তৃণমূল নেত্রীর কাছে চরম অস্বস্তিকর। তাহলে তো ধরে নিতে হবে যে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দলের রাশ রাখতে পারছেন না, ঠিক তেমনই তার পরিবারের সদস্যরাও তার কথা শুনছেন না। তিনি একা হয়ে যাচ্ছেন, কন্ট্রোল হারিয়ে ফেলছেন। ভাইপোর কথা শুনতে গিয়ে এবং সেই মত কাজ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা করে দিচ্ছেন তার কাছের সঙ্গীরাই। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!