এখন পড়ছেন
হোম > রাজ্য > নিয়মের বাঁধনে এবার শিক্ষক সহ শিক্ষাকর্মীর হাত পা বেঁধে দিতে চলেছে সরকার

নিয়মের বাঁধনে এবার শিক্ষক সহ শিক্ষাকর্মীর হাত পা বেঁধে দিতে চলেছে সরকার

স্কুল ব্যবস্থাকে ঢেলে সাজে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার আর তাই স্কুল শিক্ষা দফতর আচরণবিধির খসড়া প্রকাশ করেছে।তবে এই খসড়াতে আরোপিত কয়েকটি বিধিনিষেধ নিয়ে শুরু বিতর্ক।
আরোপিত বিধিনিষেধ গুলি হলো –
পেশাগত কোনও সমস্যা নিয়ে সরকার বা সরকারি সংস্থা এবং আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি মামলায় যেতে পারবেন না শিক্ষকরা৷ জীবন ও স্বাধীনতা হানির ঝুঁকি থাকলে তবেই আদালতে সরাসরি মামলা দায়ের করতে পারবেন শিক্ষকরা৷ স্কুল বিষয়ক মামলা সামাল দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে। যে কোনও শিক্ষককে আদালতে যাওয়ার আগে সেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে।শিক্ষকদের সাথে শিক্ষা কর্মীগণকেও এখন থেকে প্রাইভেট টিউশন থেকে সরে আসতে হবে ,শাস্তি হিসাবে শিক্ষকদের গ্র্যাচুইটি এবং পেনশনের অর্থ কেটে নেওয়া হতে পারে।মদ্যপান বা জুয়া খেলা দণ্ডনীয় অপরাধ।খন থেকে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীকে কোনো অনুষ্ঠানে যোগ দিতে গেলে সরকারের অনুমতি নিতে হবে।পর্ষদের অনুমতি ছাড়া কোনো সমাজসেবা মূলক কাজ করতে পারবেন না শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষা কর্মীরা। এমনকি শিক্ষক শিক্ষিকাদের সম্পত্তির বার্ষিক খতিয়ান সরকারের কাছে জমা দিতে হবে এপ্রিল মাসের মধ্যে। শিক্ষক বা শিক্ষাকর্মীর কোনো আচরণে স্কুলের ভাবমূর্তি ক্ষুন্ন হলে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবেএই নিয়েই অনেকে মনে করছেন শিক্ষা মহলে নতুন ঝড় তোলার তোড়জোড় শুরু রাজ্যে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!