পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে তৃনমূল-কংগ্রেস সংঘর্ষ রাজ্য January 30, 2018 শাসকদল পরিচালিত পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার উত্তর দিনাজপুরে।সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়া এলাকায়। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে ,তৃনমূলের পঞ্চায়েত অফিসের দুর্নীতির প্রতিবাদে স্মারকলিপি জমা দিয়ে ফেরার সময় কংগ্রেস কর্মীদের ঘেরাও করে ব্যাপক হামলা চালায় তৃনমূলের কর্মী সমর্থকরা। অন্যদিকে তৃনমূলের পাল্টা অভিযোগ, কংগ্রেস কর্মীরা বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিকর মন্তব্যের পাশাপাশি চড়াও হয় ওই এলাকার তৃনমূল কর্মীদের উপর । দু-পক্ষর ঝামেলা ও বিবাদের জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রীতিমত হিমশিম খেতে হয় পরিস্থিতি সামাল দিতে। গুলি চালানো পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, এখন পরিস্থিতি আয়ত্তে।এই ঘটনায় ৭ জন পুলিশ কর্মীর আহত হওয়ার পাশাপাশি জখম হয়েছেন দুপক্ষের ১০জন। ঘটনায় জড়িত থাকার জন্য চোপড়ার কংগ্রেসের ব্লক সভাপতি অশোক রায় সহ ২৫জন কে গ্রেপ্তার করা হয়েছে। যদিও কংগ্রেসের তরফে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। আপনার মতামত জানান -