এখন পড়ছেন
হোম > জাতীয় > দিনভর টানাপোড়েন চলার পর অবশেষে স্বস্তি তৃণমূল শিবিরে, জামিন হল ধৃত নেত্রীর

দিনভর টানাপোড়েন চলার পর অবশেষে স্বস্তি তৃণমূল শিবিরে, জামিন হল ধৃত নেত্রীর

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সময়ের সাথে সাথে ত্রিপুরার রাজনীতিতে পারদ চড়ছে।  সায়নী ঘোষের গ্রেপ্তারের পর ত্রিপুরায় তৃণমূল বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল। অবশেষে জামিন পেয়েছেন  তৃণমূলের যুব নেত্রী। সোমবার বিকেল পৌনে পাঁচটার নাগাদ আগরতলা আদালতে তোলা হলে পুলিশ সায়নীকে দুদিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে। তবে শুনানির পর বিচারক জামিন দিয়ে দেন সায়নীকে। অন্যদিকে আজকে দিনভর ত্রিপুরা থেকে বাংলা ভায়া দিল্লী সায়নী ঘোষকে গ্রেপ্তার করা নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের নেতারা। ত্রিপুরায় উপস্থিত ছিলেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 সায়নীকে গ্রেফতার করা হয়েছিল খুনের চেষ্টার অভিযোগে। পুলিশের অভিযোগ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার পাশ দিয়ে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সায়নী। সেসময় এক পথচারীকে সায়নী গাড়ি ধাক্কা দেয়। পাশাপাশি সায়নীর বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ আনে পুলিশ। এরপর সায়নীকে থানায় নিয়ে গিয়ে দীর্ঘসময় জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয়। আর তারপর থেকে রীতিমতো রাজনৈতিক পারদ চড়তে থাকে ত্রিপুরার রাজনীতিতে। ত্রিপুরাতে সোমবার সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের অন্যতম নেতা তথা রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বানচাল করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সায়নীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী 25 শে নভেম্বর আগরতলায় পুরসভা নির্বাচন এবং এই নির্বাচনে তৃণমূল অংশগ্রহণ করছে। মঙ্গলবারই সেখানে ছিল প্রচারের শেষ দিন। অভিষেকের সভা সোমবার হবার কথা আগে থেকেই ঠিক ছিল। তাই পূর্বপরিকল্পিতভাবে ত্রিপুরা প্রশাসনের তরফ থেকে সভা বানচাল করা হলো বলে তৃণমূল নেতারা অভিযোগ করেছেন। সায়নী গ্রেপ্তারের পর এক দিকে যেমন ত্রিপুরার রাজনীতি উত্তপ্ত হয়েছে, তেমনি অন্যদিকে দিল্লির রাজনীতিও উত্তপ্ত হয়েছে। দিল্লিতে আজকে তৃণমূলের 17 জন সাংসদ পৌঁছে গিয়েছিলেন।

ধরনায় বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের সামনে। শেষপর্যন্ত অমিত শাহ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন এবং পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেন। অন্যদিকে সায়নী জামিন পাওয়ার পর জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছিল। তবে লড়াইতে এখনই পিছপা হতে রাজি নয় সায়নী ঘোষ। আগামী দিনে আরও জোরদার লড়াই চলবে ত্রিপুরার মাটিতে। তা স্পষ্টভাবে জানিয়েছেন তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ। আপাতত সবার নজর এখন ত্রিপুরা পুরসভা নির্বাচনের দিকে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!