এখন পড়ছেন
হোম > রাজ্য > সরকারি নিয়োগ নিয়ে চরম হতাশা, সুপ্রিম কোর্টের বড় প্রশ্নের মুখে রাজ্য!

সরকারি নিয়োগ নিয়ে চরম হতাশা, সুপ্রিম কোর্টের বড় প্রশ্নের মুখে রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- হাইকোর্টের পক্ষ থেকে ২৬ হাজার চাকরি বাতিল করে দেওয়া হলেও, সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, তার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। অবশেষে আজ সুপ্রিম কোর্টে এই ব্যাপারে শুনানিতে ১৯ হাজার চাকরি বৈধ বলে জানিয়ে দিয়েছে এসএসসি। কিন্তু বাকি অযোগ্য চাকরিপ্রার্থীদের কেন চাকরি দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি স্পষ্ট হয়ে যাচ্ছে নিয়োগ দুর্নীতির বিষয়টি। আর এই বিষয় নিয়েই সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে মারাত্মক বক্তব্যের উল্লেখ করেছে। যার ফলে প্রচণ্ড চাপের মুখে পড়ে গিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, এদিন সুপ্রিম কোর্টে এই নিয়োগ দুর্নীতির বিষয়টি নিয়ে শুনানি হয়। আর সেখানেই আদালতের পক্ষ থেকে বলা হয়, “সরকারি নিয়োগে যদি মানুষের ভরসা উঠে যায়, তাহলে কি রইল? অনেক দরিদ্র মানুষও সরকারি চাকরির আশায় থাকেন। সরকারি চাকরি অত্যন্ত মূল্যবান।” একাংশ বলছেন, সুপ্রিম কোর্টের শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হবে, তা বেলা গড়ালেই স্পষ্ট হবে। তবে সামগ্রিকভাবে আদালতের এই বক্তব্য দেখেই বোঝা যাচ্ছে যে, আদালত কিন্তু এই নিয়োগ দুর্নীতির বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত। সেই কারণেই তারা শুনানি পর্বে এই ধরনের মন্তব্য করেছেন। যার ফলে রাজ্যের অস্বস্তি দ্বিগুণ ভাবে বৃদ্ধি পেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!