এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ >  কেন্দ্রের নামে আবার মিথ্যাচার মমতার! পাহাড়েও ভাওতাবাজি, কটাক্ষ বিজেপির!

 কেন্দ্রের নামে আবার মিথ্যাচার মমতার! পাহাড়েও ভাওতাবাজি, কটাক্ষ বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে ঠিক কোন চোখে দেখেন, তা এতদিনে সেই এলাকার মানুষদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। ছুটি কাটাতে এবং মনোরম পরিবেশ উপভোগ করতেই তিনি মাঝেমধ্যে উত্তরবঙ্গের কথা মনে করেন। আর সেই সময় পাহাড়ে এসে অনেক বড় বড় উন্নয়নের কথা বলেন। কিন্তু বাস্তবে তিনি ফিরে যাওয়ার পর উত্তরবঙ্গের চা শ্রমিকদের বঞ্চনার দাবি যেমন সামনে আসে, ঠিক তেমনই উত্তরবঙ্গের মানুষদের কান্না এবং হাহাকার শোনার মত সময় হয় না এই রাজ্যের প্রশাসনিক প্রধানের। গতকাল মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পা রাখার পর এই সমস্ত অভিযোগই করতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মরিয়া হয়ে প্রমাণ করার চেষ্টা শুরু করে দিয়েছেন যে, উত্তরবঙ্গকে তিনি কতটা ভালোবাসেন! সেদিন আবার একটা নাটক করতে দেখা গেল তাকে। বিরোধীদের দাবি অবশ্য তেমনটাই। কিন্তু আবার কি এমন নাটক করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী? এদিন দার্জিলিঙে একটি সভা থেকে তিনি সেখানকার মানুষের জন্য একটা বড় ঘোষণা করলেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবার একটা মিথ্যাচার করে বসলেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান। এমনিতেই তো বঞ্চনা, বঞ্চনা করে নাকে কান্না কাঁদতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার মধ্যে আবার কেন্দ্র বিরোধী কথা বলে তিনি এবং তার সরকার যে কতটা ব্যর্থ, তা স্পষ্ট করলেন বলেই দাবি একাংশের।

প্রসঙ্গত, এদিন দার্জিলিংয়ের মাটি থেকে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। যেখানে একটি সভা থেকে তিনি বলেন, “দার্জিলিংয়ের প্রত্যেকটি বাড়িতে ঘরে ঘরে জল পৌঁছে যাবে। দিল্লির সরকার করে না, আমরা কাজ করি।” অনেকে বলছেন, মুখ্যমন্ত্রী আবার একটা মিথ্যাচার কেন্দ্রীয় সরকার সম্পর্কে করার চেষ্টা করলেন। উত্তরবঙ্গের মানুষকে তিনি কতটা অবহেলার মধ্যে রেখেছেন, তা সকলেই জানেন। এই তো ঘোষণা করলেন, কিন্তু ঘোষণার বাস্তবায়ন কবে হবে, সেটাই একটা বড় প্রশ্ন। আর কেন্দ্রীয় সরকারের প্রকল্প হচ্ছে জল জীবন মিশন। ফলে সেই প্রকল্প নিজের নামে চালানো এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যে আসার পর তা নয়ছয় করতে এই তৃণমূল সরকার যে সিদ্ধহস্ত, এটা এতদিনে বাংলার মানুষ বুঝে গিয়েছে। তাই মুখ্যমন্ত্রীর এই ধরনের বড় বড় কথা শুনতে রাজি নয় উত্তরবঙ্গের বাসিন্দারা বলেই দাবি একাংশের।

ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাদের দাবি, সব জায়গায় ভাওতাবাজি দেওয়া এবং মিথ্যে কথা বলা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ের মাটিতেও তিনি সেই ভাঁওতাবাজি দেওয়ার চেষ্টা করেছেন। প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার যে কথা তিনি বললেন, তার বাস্তবায়ন কবে হবে, সেই উত্তর তার কাছে রয়েছে কি? শুধুমাত্র ঘোষণা করে মানুষকে বোকা বানানোর দিন শেষ। মানুষ মুখ্যমন্ত্রীর এই চালাকি এবং বুজরুকি ধরে ফেলেছে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, এতদিন পরে কেন দার্জিলিংয়ের মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কথা মনে পড়লো মুখ্যমন্ত্রীর! এতদিন তিনি কি করছিলেন উত্তরবঙ্গের মানুষের জন্য? তার কথায় তো রাজ্যে নাকি সব উন্নয়ন হয়ে গিয়েছে। তাহলে কেন এখনও এই উন্নয়ন থেকে বাদ থেকে গেল উত্তরবঙ্গের পাহাড়ের মানুষরা? কেন্দ্র টাকা দিচ্ছে, আর সেই টাকা নয়ছয় করতেই দিন কাটিয়ে দিচ্ছেন তৃণমূলের নেতারা। তাই প্রকৃত উন্নয়ন না করে মানুষকে বঞ্চিত করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!