এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কি দল ছাড়তে চলেছেন তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ? আবার কি উইকেট পড়ার আশঙ্কা তৃণমূলের?

এবার কি দল ছাড়তে চলেছেন তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ? আবার কি উইকেট পড়ার আশঙ্কা তৃণমূলের?

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত উনিশে ডিসেম্বর শুভেন্দু অধিকারী যোগদান করেছেন বিজেপিতে। তবে, তিনি বিজেপিতে যোগদান করলেও, তাঁর ভাই তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি তৃণমূলেই থেকে যাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি তাঁর বেশ কিছু পদক্ষেপ তাঁর বিজেপি যোগের জল্পনা বাড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত, ইতিপূর্বে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তাঁর বাড়িতে পদ্ম ফুল ফোটাবার কথা।

সম্প্রতি তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। অনেকে মনে করছেন স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগ করতে পারেন তিনি। এই পরিস্থিতিতে এবার একসঙ্গে জেলার আটটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ ছেড়ে দিলেন দিব্যেন্দু অধিকারি। এমনকি স্বাস্থ্য দপ্তরের সরকারি প্রতিনিধির পদ থেকে অব্যাহতি নিলেন তিনি। তবে, হলদিয়া উন্নয়ন পর্ষদের সদস্যপদ থেকে তিনি এখনও অব্যাহতি নেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই পদক্ষেপের পর তাঁর বিজেপি যোগের জল্পনা তীব্র হয়ে উঠেছে। ইতিপূর্বে, বিজেপিতে যোগদানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছিলেন যে, বাড়িতে দুজন তৃণমূল সাংসদ থাকার পর তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে কি লজ্জা করে না তাঁর? এর পাল্টা হিসেবে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, রামনবমী, বাসন্তী পূজা এলে তাঁর বাড়িতে পদ্মফুল ফুটবে। সেই সঙ্গে তিনি হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও পদ্ম ফুল ফোটাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

এরপর কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীকে অপসারিত করা হয়। পরবর্তীকালে তিনি যোগদান করেছেন বিজেপিতে। দীঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাপতির পদ থেকে অপসারিত করা হয়েছে শিশির অধিকারীকে। পরবর্তীকালে তাঁকে অপসারিত করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতির পদ থেকে। অন্যদিকে আগামী ৭ ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন হলদিয়াতে। প্রধানমন্ত্রীর এই সভায় যোগদান করবেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। এমনটাই জানিয়েছেন তিনি। তার পূর্বেই আজ তাঁর এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের দাবি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!